Saturday, August 23, 2025

কালবৈশাখীর আগেই রাজ্যে শিলাবৃষ্টির সতর্কবার্তা আগেই শুনিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তাকে সত্যি করেই শক্তিশালী নিম্নচাপ ঘনিয়েছে ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকায়। এর প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। এমনকি শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর এবং দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই ঝোড়ো হাওয়ার এবং বৃষ্টি হতে পারে।আপাতত শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৫ জেলা— দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। মঙ্গল এবং বুধবার পর্যন্ত এই শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। তবে তারপরও উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী রবিবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বিকেলের পর থেকে আকাশে মেঘের আনাগোনা বাড়বে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যে। শনি থেকে সোমে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

অন্যদিকে, মৌসম ভবন জানিয়েছে, রবিবার থেকেই দেশের পশ্চিম হিমালয় অঞ্চলে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে চলেছে। ১৩ মার্চ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটে, ১৫ মার্চ পূর্ব মধ্য প্রদেশে, ১৪ মার্চ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি (Weather) হতে পারে দেশের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব অংশে।

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version