Saturday, August 23, 2025

“আপনাদের সাংসদরা কোথায়?” কংগ্রেসের ডাকা বিরোধী বৈঠকে প্রশ্ন DMK সাংসদের

Date:

মুখেই ‘মারিতং জগত’! সংসদে শাসকদলকে চাপে ফেলতে সব বিরোধী দলগুলিকে ডেকে বৈঠক করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। তবে কার্যক্ষেত্রে সংসদের অন্দরে উপস্থিত থাকছেন না কংগ্রেসের(Congress) সাংসদরা। যার জেরে বিরোধী বৈঠকে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা আর বাস্তবায়িত হচ্ছে না। এর জেরেই এবার কংগ্রেসের ডাকা বৈঠকে উপস্থিত হয়ে ডিএমকে(DMK) সাংসদ টিআর বালু(T R Baalu) প্রশ্ন তুললেন, ‘আপনাদের সাংসদরা কোথায়?’ কংগ্রেসকে তাদের বাস্তব পরিস্থিতি বিচার করে আরও সক্রিয় ও সতর্ক হওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

সংসদে বিরোধী রণকৌশল তৈরি করতে মঙ্গলবার ফের বৈঠক ডেকেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকে আলোচনা চলাকালীন কোনও মন্তব্য করেননি ডিএমকে সাংসদ টিআর বালু। বৈঠকের একেবারে শেষ পর্যায়ে তিনি মন্তব্য করেন, সংসদে কংগ্রেস সাংসদদের অনুপস্থিতির জেরে এক আলোচনার কোনওটাই বাস্তবায়িত করা যায়নি। সংসদে অনেককিছু করার পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু যোগ্য নেতৃত্ব ও সমন্নয়ের অভাবে কিছুই বাস্তবায়িত হয় না। বেশিরভাগ কংগ্রেস সাংসদই অনুপস্থিত থাকেন বিশেষ করে বিকেলের সময়ে। খাড়গের কাছে তিনি আবেদন জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য।

উল্লেখ্য, সোমবার থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। যেখানে আদানি ইস্যুতে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। অধিবেশন শুরুর আগে নিয়ম করে সকালে বিরোধী দলগুলির বৈঠক ডাকছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এই বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছে আপ, ডিএমকে, সিপিআই, সিপিএম, আরজেডি সহ মোট ১৬ রাজনৈতিক দলকে। তবে এই বৈঠকে যোগ দিতে দেখা যায়নি তৃণমূলকে। এরইমাঝে এই বৈঠক ও বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুললেন ডিএমকে সাংসদ। পাশাপাশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সংসদে কংগ্রেস সাংসদদের গা ছাড়া মানসিকতা।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version