Sunday, August 24, 2025

বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম শিল্পী অন্নদাশঙ্কর রায়ের (Annada Shankar Ray)১২০ তম জন্মজয়ন্তী পালিত হল পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি সভাঘরে (West Bengal Bangla Academy Auditorium)। বাঙালি পাঠকের মনে এক বিশেষ জায়গা নিয়ে আছেন অন্নদাশঙ্কর রায় (Annada Shankar Ray)। বাংলা গদ্য ও পদ্য উভয় ক্ষেত্রেই ভুমিকা রেখেছেন তিনি। পশ্চিমবঙ্গের হুগলী জেলার কোতরং এলাকায় ( অধুনা উত্তরপাড়া কোতরং ) ছিল অন্নদাশঙ্কর রায়ের পূর্বপুরুষের বসবাস।স্বনামধন্য বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায় ১৯০৪ -এর ১৫ মে ওড়িশাতে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্য ভাণ্ডার জুড়ে অগণিত ছড়া, কবিতা যা আজও শিশুদের বড্ড প্রিয়। তিনি আবার পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা। আজ বুধবার তাঁরই জন্মদিন উপলক্ষ্যে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি সভাপতি তথা বিদ্যালয় ও উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। স্বাগত ভাষণ দেন অ্যাকাডেমির সচিব বাসুদেব ঘোষ।

সাহিত্যকর্মের জন্য অন্নদাশঙ্কর রায় বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার থেকে রবীন্দ্র পুরস্কার সবই পেয়েছেন তিনি। বুধবারের অনুষ্ঠানে স্মারক বক্তৃতা উপস্থাপন করেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। আলোচনার বিষয় ছিল ‘অন্নদাশঙ্কর: মনীষার বহুস্বর’। অনুষ্ঠানে অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান প্রদান করা হয় নিখিল সুরকে। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দরূপ রায়, সুধাংশুশেখর দে, অনুপ মতিলাল, প্রচেত গুপ্ত, প্রসূন ভৌমিক, শুভময় মণ্ডল প্রমুখ। সংগীত পরিবেশন করেন প্রমিতা মল্লিক (Pramita Mallik)।

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version