Saturday, November 8, 2025

বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম শিল্পী অন্নদাশঙ্কর রায়ের (Annada Shankar Ray)১২০ তম জন্মজয়ন্তী পালিত হল পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি সভাঘরে (West Bengal Bangla Academy Auditorium)। বাঙালি পাঠকের মনে এক বিশেষ জায়গা নিয়ে আছেন অন্নদাশঙ্কর রায় (Annada Shankar Ray)। বাংলা গদ্য ও পদ্য উভয় ক্ষেত্রেই ভুমিকা রেখেছেন তিনি। পশ্চিমবঙ্গের হুগলী জেলার কোতরং এলাকায় ( অধুনা উত্তরপাড়া কোতরং ) ছিল অন্নদাশঙ্কর রায়ের পূর্বপুরুষের বসবাস।স্বনামধন্য বাঙালি কবি ও লেখক অন্নদাশঙ্কর রায় ১৯০৪ -এর ১৫ মে ওড়িশাতে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্য ভাণ্ডার জুড়ে অগণিত ছড়া, কবিতা যা আজও শিশুদের বড্ড প্রিয়। তিনি আবার পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা। আজ বুধবার তাঁরই জন্মদিন উপলক্ষ্যে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি সভাপতি তথা বিদ্যালয় ও উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। স্বাগত ভাষণ দেন অ্যাকাডেমির সচিব বাসুদেব ঘোষ।

সাহিত্যকর্মের জন্য অন্নদাশঙ্কর রায় বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার থেকে রবীন্দ্র পুরস্কার সবই পেয়েছেন তিনি। বুধবারের অনুষ্ঠানে স্মারক বক্তৃতা উপস্থাপন করেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ। আলোচনার বিষয় ছিল ‘অন্নদাশঙ্কর: মনীষার বহুস্বর’। অনুষ্ঠানে অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান প্রদান করা হয় নিখিল সুরকে। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দরূপ রায়, সুধাংশুশেখর দে, অনুপ মতিলাল, প্রচেত গুপ্ত, প্রসূন ভৌমিক, শুভময় মণ্ডল প্রমুখ। সংগীত পরিবেশন করেন প্রমিতা মল্লিক (Pramita Mallik)।

 

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...

আউট না হয়েও প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক-গিল,পঞ্চম টি-টোয়েন্টির শুরুতেই ছন্দপতন

ব্রিসবেনে আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলারদের ছন্দ নষ্ট করতে পঞ্চম টি-টোয়েন্টির (Ind vs Aus 5th T20) শুরু থেকেই স্বমহিমায়...
Exit mobile version