Saturday, January 10, 2026

বগড়ি বিদ্রোহ খ্যাত গড়বেতার মর্যাদা আদায়ে আবেদন অধ্যাপিকার

Date:

Share post:

তিনি আইনের শিক্ষিকা(professor)। তবু মাটির তলায় চাপা পড়ে যাওয়া ইতিহাস(history) তাঁকে টানে। বর্তমানে নদীয়ার বাসিন্দা হলেও তাঁর জন্ম অবিভক্ত মেদিনীপুরে (ঝাড়গ্রাম)।

বগড়ি বিদ্রোহখ্যাত(bagri revolution) পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা- মোঙ্গলাপোতার প্রতি তাঁর টান এমনই যে ব্যস্ততার মাঝেই নিয়মিত কল্যাণী থেকে আসছেন এই বিপ্লবের মাটিতে। ক্রমাগত লেগে রয়েছেন হারিয়ে যাওয়া ইতিহাস পুনরুদ্ধারের নেশায়। সুস্মিতা হালদারের দাবি,  হারিয়ে যাওয়া লায়েক বিদ্রোহের ইতিহাস তুলে আনতে ঐতিহাসিক স্থাপত্যের সংস্কার ও সংরক্ষণ। চাইছেন খননকার্য।

ব্রিটিশবিরোধী কৃষক অসন্তোষ বললে উঠে আসে লায়েক বিদ্রোহের নাম। তবু তা আটকে আঞ্চলিক ইতিহাসেই। ‘অধরা’ জাতীয় ইতিহাস। বিদ্রোহের নেতৃত্বে ছিলেন অচল সিংহ। এর সঙ্গে নাম উঠে আসে তৎকালীন জমিদার ছত্র সিংহের। এই ইতিহাস মুখে মুখে ফেরে অনেকের ঠিকই, তবে তা অনেকটাই জনশ্রুতি। সময়ের সঙ্গে সঙ্গে না লেখা ইতিহাসের বিকৃতি হয়ে যায়। সেই হারিয়ে যাওয়া ইতিহাসকেই তুলে ধরেছেন সুস্মিতা। আইনের শিক্ষিকা চাইছেন ঐতিহ্যশালী ধ্বংসাবশেষকে আগলে রাখতে। তাঁর আবেদন, প্রাচীন স্থাপত্যের সংস্কার ও সংরক্ষণ হোক। খাতায়-কলমে দেওয়া হোক হেরিটেজ ও প্রত্নতাত্ত্বিক মর্যাদা। বিশেষ বিশেষ জায়গা চিহ্নিত করে করা হোক খননকার্য। সমগ্র এলাকাটিকে হেরিটেজ জোন ঘোষণা করা হোক।

গড়বেতা, মোঙ্গলাপোতা ও সংলগ্ন অঞ্চল জুড়ে রয়েছে বহু প্রাচীন নিদর্শন। তবে তা সবই রয়েছে অবহেলায়। বছরের পর বছর তা ক্ষতিগ্রস্থ হয়েই চলেছে। মঙ্গলাপোতা রাজপরিবার চায় হেরিটেজ মর্যাদা পাক রাজবাড়ী। এলাকাবাসী চায়, হেরিটেজ ঘোষণা করা হোক মন্দিরকে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে মন্দিরের হেরিটেজ মর্যাদার জন্য আবেদন জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা।

সুস্মিতা চাইছেন, ঐতিহাসিক স্থাপত্যের সংস্কার, সংরক্ষণ, বিশেষ বিশেষ এলাকা চিহ্নিত করে খননকার্য। তাঁর আরও আবেদন, হেরিটেজ সার্কিট মানচিত্রে স্থান পাক এই অঞ্চল। সমগ্র এলাকার ইতিহাসকে বাঁচিয়ে রাখতে চাইছেন সুস্মিতা। তাঁর আবেদন ১৪ দফা। এ প্রসঙ্গে তিনি বলেন, সমগ্র অঞ্চল জুড়ে রয়েছে জীর্ণ মন্দির, বাড়ি, সুড়ঙ্গ, ধ্বংসস্তূপ। ঐতিহ্যশালী স্থাপত্যগুলিকে রাজ্য প্রত্নতাত্ত্বিক বিভাগ ও রাজ্য হেরিটেজ কমিশন খাতায় কলমের মর্যাদা দিক। ইতিমধ্যে একাধিক জনপ্রতিনিধি, আধিকারিক সহ বিভিন্ন দফতরে আবেদন জানিয়েছেন তিনি।

‘লায়েক গাথার নায়ক খোঁজে’ নামে ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে লায়েক বিদ্রোহের ওপর সম্প্রতি একটি বইও প্রকাশিত হয়েছে তাঁর।

সুস্মিতা বলেন, এলাকা পরিদর্শনে আসুক রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও জনপ্রতিনিধিরা। রাজ্যের পর্যটন মানচিত্রে স্থান করে নিয়েছে ব্রিটিশ বিরোধী বিদ্রোহের পীঠস্থান গড়বেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রোজেক্ট গড়বেতায় পর্যটনকেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্র থেকেই সামান্য দূরে রয়েছে ঐতিহাসিক একাধিক স্থাপত্য। সুস্মিতা বলেন, খাতায়-কলমে প্রত্নতাত্ত্বিক ও হেরিটেজ মর্যাদা পেলে, সমগ্র এলাকাটিকে হেরিটেজ জোন হিসেবে মান্যতা দেওয়া হলে এবং হেরিটেজ সার্কিটে এই অঞ্চল স্থান পেলে রাজ্যের মুকুটে যুক্ত হবে আরও একটি নতুন পালক। এই ঐতিহ্য জেলা, রাজ্য তথা সমগ্র দেশের। বেশ কিছু জায়গা চিহ্নিত করে খননকার্যের আবেদনও জানিয়েছেন তরুণী।

spot_img

Related articles

ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

ইরানে খামেনেই প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত। দেশের আর্থিক সংকট, মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত সরকারি পরিষেবা না মেলার প্রতিবাদে পথে...

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...