Thursday, January 29, 2026

অরুণাচল ভারতেরই! ‘ম্যাকমোহন লাইন’কে স্বীকৃতি আমেরিকার

Date:

Share post:

ম্যাকমোহন লাইনকে (Mcmahon Line) ভারত-চিন (Indo-China) আন্তর্জাতিক সীমান্তরেখা হিসাবে স্বীকৃতি দিল আমেরিকা (United States)। সম্প্রতি মার্কিন সেনেটের একটি প্রস্তাবনায় স্পষ্টভাষায় জানানো হয়েছে যে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) হল ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ। তা সত্ত্বেও চিন যেভাবে অরুণাচল সীমান্তে আগ্রাসী সামরিক পদক্ষেপ করছে, সেই নীতিরও কড়া সমালোচনা করা হয়েছে। স্বাধীন ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে (Indo Pacific Area) প্রতিনিয়ত হুমকির কারণে কার্যত ত্রাস হয়ে দাঁড়িয়েছে চিন। আর সেকারণেই কৌশলগত দিক থেকে বাজায় সমস্যায় পড়তে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। মার্কিন কংগ্রেসের দুকক্ষে গৃহীত এই প্রস্তাবে বলা হয়েছে, ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশ। পাশাপাশি চিনের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছে মার্কিন কংগ্রেস। পাশাপাশি ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা ধ্বংসের জন্যই দায়ি করা হয়েছে।

জানা গিয়েছে, মার্কিন সেনেটে এই প্রস্তাব পেশ করেন সেনেটর বিল হ্যাগার্টি এবং সেনেটর জেফ মার্কলে। আর মঙ্গলবার প্রস্তাবনা পেশের পর হ্যাগার্টি জানান, সেনেট যে অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে, তা এই প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থা পরিবর্তনের লক্ষ্য যে একতরফা পদক্ষেপ করছে চিন এবং আগ্রাসী সামরিক পদক্ষেপ করছে, তাও ওই প্রস্তাবনায় সমালোচনা করা হয়েছে।

উল্লেখ্য, ভারত এবং চিনের মধ্যে যে সীমানা টানা হয়েছে, সেটাই ম্যাকমোহন লাইন হিসেবে পরিচিত। স্যার হেনরি ম্যাকমোহনের নামে তার নামকরণ করা হয়েছিল। ওই সীমানার দৈর্ঘ্য প্রায় ৮৯০ কিলোমিটার। উল্লেখ্য, একটি নির্দিষ্ট সীমান্তের জন্য ১৯১৪ সালে সিমলা চুক্তি স্বাক্ষর করেছিল ব্রিটিশ শাসনের আওতায় থাকা ভারত এবং তিব্বত। যদিও অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চিন। পিপলস রিপাবলিক অফ চায়নার (Peoples Republic of China) দাবি, অরুণাচল প্রদেশ পিআরসি-র অংশ। তবে চিনের দবিকে খারিজ করে দিয়েছে আমেরিকা।

 

 

spot_img

Related articles

নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

মুখে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর স্লোগান, আর কাজের বেলায় নিজের দলের নেতার হাতেই নারীর শ্লীলতাহানি ও রক্তপাত! বিজেপি...

ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত, SIR শুনানি থেকে রেহাই পেলেন না প্রাক্তন ভারত অধিনায়কও

SIR শুনানিতে ক্রীড়াবিদদের হেনস্থা অব্যাহত। মহম্মদ শামি, লক্ষ্মীরতন শুক্লা , রহিম নবি, মেহতাব হোসের পর SIR শুনানিতে ডাক...

ইউজিসির ‘বিতর্কিত’ নিয়মে স্থগিতাদেশ! কেন্দ্রের মনোভাব নিয়ে প্রশ্ন ব্রাত্যর 

নতুন বিধি সমাজে ‘বৈষম্য’ সৃষ্টি করতে পারে', ইউজিসি-র নতুন কয়েকটি নিয়মকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার...

জানুয়ারিতেই দামে রেকর্ড: ১ লক্ষ ৮২ হাজার ছাড়াল সোনা, রুপো ৪ লক্ষ টাকা পার!

নতুন বছরের শুরু থেকেই সোনা (Gold) ও রুপোর (Silver) দাম আকাশছোঁয়া। জানুয়ারি মাস শেষের দিকে এই দুই ধাতুর...