Monday, August 25, 2025

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বলাগড়ের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। নিয়োগ তদন্তে কুন্তলের কাছ থেকে প্রচুর নথি পেয়‌েছেন তদন্তকারীরা।সেই সূত্রে ধরে সামনে আসে তাঁর স্ত্রীর নাম। এই পরিস্থিতিতে বুধবার ইডি দফতরে গেলেন শান্তনুর স্ত্রী জয়শ্রী ঘোষ।জানা গিয়েছে, বেশ কিছু বিষয়ে তথ্য জানতে সম্প্রতি জয়শ্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি।

বুধবার প্রায় আড়াই ঘণ্টা জয়শ্রী ঘোষকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা।আসলে  কুন্তলের বিনোদনমূলক ইউটিউব চ্যানেল ‘নবকথা ইনিশিয়েটিভে’র সঙ্গে জয়শ্রীর যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।

গত ২১ জানুয়ারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন হুগলি জেলার তৎকালীন যুবনেতা কুন্তল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে নিয়োগ দুর্নীতির আর এক অভিযুক্ত তাপস মণ্ডল দাবি করেছিলেন, চাকরির জন্য যাঁদের কাছ থেকে টাকা তোলা হত, তা তাঁর অফিসে আনা হত। সেই টাকা তাঁর ‘নির্দেশ’ মতোই পৌঁছে যেত কুন্তলের কাছে। যদিও তাপসের এই অভিযোগ মানতে চাননি কুন্তল।বরং তাপসের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন তিনি।

যদিও পরে কুন্তলের সূত্রেই প্রকাশ্যে আসে গোপাল দলপতি, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। ইডি দাবি করেছে, নিয়োগ দুর্নীতিচক্রের অন্যতম এজেন্ট হিসাবে কাজ করতেন কুন্তল। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে বিপুল অঙ্কের লেনদেন হয়েছে, তার তথ্যপ্রমাণ আগেই হাতে পেয়েছিলেন তদন্তকারীরা। তা ছাড়াও বিভিন্ন ব্যবসায় ‘অংশীদার’ কারা ছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version