Wednesday, August 27, 2025

পরিবারে মাত্র তিনজন। দম্পতি সহ এক শিশু।বাঙালি হলেও কর্মসূত্রে দীর্ঘদিন পুনেতেই বাস করতেন তাঁরা।হাসিখুশি পরিবারে আচমকাই নেমে আসে বিপর্যয়। বুধবার পুনের ঔন্ধ এলাকায় ফ্ল্যাটের ভিতর থেকে পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁরা আত্মহত্যা করেছেন না তাঁদেরকে খুন করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:চলতি বছরেই নির্বাচনের সম্ভাবনা, জনগণনায় প্রবল আপত্তি ভূস্বর্গের একাংশের!

জানা গেছে, মৃতদের নাম সুদীপ্ত গঙ্গোপাধ্যায় (৪৪), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং তাঁদের ৮ বছর বয়সি পুত্র তনিষ্কের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।সংবাদমাধ্যম সূত্রের খবর, সুদীপ্তের ভাই বেঙ্গালুরু থেকে বার বার ফোন করছিলেন সুদীপ্তকে। কিন্তু ফোনে কিছুতেই যোগাযোগ করতে না পেরে প্রিয়াঙ্কাকেও ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি। কিন্তু বহু বার ফোন করার পর কারও উত্তর না পেলে তিনি তাঁর এক বন্ধুকে জানান। যিনি পুনেরই বাসিন্দা ছিলেন। এরপরই ওই বন্ধু ছতুশ্রিঙ্গি থানায় খবর দেন। পুলিশ নিয়ে ঘটনাস্থলে সুদীপ্তের ভাইয়ের বন্ধু পৌঁছলে দেখেন যে, ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ।


সুদীপ্তকে ফ্ল্যাটের দরজার সামনে থেকে আবার ফোন করায় ফোনের রিংয়ের আওয়াজ বাইরে থেকে শুনতে পায় পুলিশ। সকলে ফ্ল্যাটের ভিতরে রয়েছে কিনা তা দেখতে ডুপ্লিকেট চাবি জোগাড় করে ফ্ল্যাটের ভিতর প্রবেশ করে পুলিশ। ভিতরে প্রবেশ করে পুলিশ তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। কিন্তু প্রিয়াঙ্কা ও তনিষ্কের মুখ প্লাস্টিক দিয়ে মোড়া ছিল। ফ্ল্যাট থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।
জানা গেছে, আগে সফটওয়্যার সংস্থায় চাকরি করতেন সুদীপ্ত। পরে নিজের ব্যবসা শুরু করেছিলেন তিনি। পুলিশের অনুমান, সুদীপ্ত তাঁর স্ত্রী এবং পুত্রকে খুন করে নিজেও আত্মহত্যা করেছেন।যদিও এখনও কিছুই প্রমাণিত হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version