Sunday, November 9, 2025

সব দোষ মণীষের! কালো টাকা সাদায় হিসাবরক্ষকের উপরেই দায় চাপালেন কেষ্ট

Date:

দিনকয়েক আগেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Delhi Rouse Avenue Court) থেকে বেরোচ্ছিলেন চোখের জল মুছতে মুছতে। আর আদালত থেকে বেরিয়ে স্ত্রীকে দেখেই সেই কান্না আর ধরে রাখতে পারেননি। অঝোরে কাঁদতে দেখা যায় তাঁর স্ত্রীকেও। তিনি মণীশ কোঠারি(Manish Kothari)। এখন তাঁর দিকেই তাকিয়ে ইডির (Enforcement Directorate) তদন্তকারী আধিকারিকরা। তিনি গরু পাচার (Cattle Smuggling) মামলায় অভিযুক্ত এবং ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) হিসাবরক্ষক (Accountant)। গরু পাচারের টাকা নয়ছয় করার অভিযোগে তাঁকেও ইডি গ্রেফতার করেছে। যদিও মণীশের দাবি, তিনি কোনও অন্যায় করেননি।

তবে জেরায় অনুব্রত সমস্ত দোষ চাপিয়েছেন হিসাবরক্ষক মণীশ কোঠারির ঘাড়েই। পালটা ধৃত কোঠারির দাবি, তিনি কাজ করেছেন অনুব্রতর নির্দেশ মেনে। তবে আসল সত্য জানতে লাগাতার জেরা চালাচ্ছে ইডির তদন্তকারী। এদিকে আগামী ২০ মার্চের মধ্যে অনুব্রতকন্যা সুকন্যাকেও (Sukanya Mondal) তলব করেছে ইডি। আর তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করে প্রকৃত তথ্য জানার চেষ্টা চালাবে তদন্তকারীরা। এদিকে গরু পাচারের টাকা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের তথ্য আগেই পেয়েছিল তদন্তরকারীরা। সে সম্পর্কে জানতে অনুব্রতকে প্রশ্ন করেন তদন্তকারীরা। জবাবে অনুব্রত সাফ জানান, মণীশ আমাকে যেভাবে কালো টাকা সাদা করতে বলেছে, আমি করেছি। তবে মণীশের পাল্টা দাবি, উনি কারও কথা শুনতেন না। নিজের যা মনে হত করতেন।

গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের নজরে ছিলেন মণীশ। তদন্তকারীদের কাছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির হিসাবরক্ষক হিসাবে নাম উঠে আসার পর তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। গ্রেফতারের আগে মণীশকে দু’দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-র আধিকারিকরাও। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ইডির সদর দফতরে দিনভর জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় মণীশকে। আপাতত রবিবার পর্যন্ত তিনি থাকবেন ইডি হেফাজতেই।

 

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version