Sunday, August 24, 2025

আয়বৃদ্ধি-ব্যয় সঙ্কোচে নাগরিক পরিষেবায় গতি আনতে চায় কলকাতা পুরসভা

Date:

নিজস্ব আয়বৃদ্ধি এবং ব্যয় সঙ্কোচের মাধ্যমেই নাগরিক পরিষেবায় গতি আনতে চায় কলকাতা পুরসভা। এই অস্ত্রেই আর্থিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মহানগরীর উন্নয়ন অভিযানকে বিশেষ মাত্রা দেওয়ার সঙ্কল্প নিয়েছে কর্তৃপক্ষ। আগামী আর্থিক বছরের পুরবাজেটে প্রতিফলন ঘটবে এই দৃঢ় সঙ্কল্পেরই। শুক্রবার কেন্দ্রীয় পুরভবনে বাজেট পেশ করবেন মেয়র ফিরহাদ হাকিম।

স্বনির্ভরতার প্রশ্নে অভ্যন্তরীণ আয়বৃদ্ধির সম্ভাব্য উৎসগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন পুর-আধিকারিকরা। মিউটেশন থেকে শুরু করে কর আদায়- প্রতিটি ক্ষেত্রেই বকেয়া কাজ দ্রুত শেষ করে মসৃণ করা হয়েছে বিভিন্ন খাতে আয়বৃদ্ধির পথ। সেইসঙ্গে বিভিন্ন জায়গায় পুরসভার অব্যবহৃত সম্পত্তি-জমি থেকেও আয়বৃদ্ধির পথ খুলে যাচ্ছে দ্রুত। অন্যান্যবারের মতো এবারেও যথারীতি বিশেষ গুরুত্ব পাবে স্বাস্থ্য পরিষেবা। পুর স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি স্যাটেলাইট হেলথ সেন্টারের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের বিষয়টিও অগ্রাধিকারের তালিকায়। প্রয়োজনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যাবৃদ্ধির বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। তবে অপ্রয়োজনীয় খাতে ব্যয়সঙ্কোচের বিষয়টি পুরসভার আর্থিক বিকাশের ক্ষেত্রে বিশেষ ফলপ্রসূ হবে বলে মনে করছে পুরসভার অর্থ দফতর। বাজেটের উপরে আলোচনার সম্ভাবনা ২০ ও ২১ মার্চ।

আরও পড়ুন:বীরকন্যা প্রীতিলতা: কলকাতা প্রেস ক্লাবে বিশেষ প্রদর্শনে মন ছুঁলো এপার বাংলার


 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version