Tuesday, January 13, 2026

তদন্ত সিবিআই না করে সিআইডি করতেই পারত, সুর চড়ালেন কুণাল

Date:

Share post:

তদন্ত প্রক্রিয়া নিয়ে বৃহস্পতিবারও মুখ পুড়েছে সিবিআইয়ের।এর আগেও একাধিকবার মুখ পুড়েছে সিবিআইয়ের।আজও তার ব্যতিক্রম হল না।আদালতে বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল তদন্তকারী সংস্থা সিবিআই।বিষয়টি নিয়ে সুর চড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত তো সিবিআই না করে সিআইডি করতেই পারত।আদালতই তদন্তভার সিবিআইকে দিয়েছে।তখন ভরসা রাখতে পারেননি সিআইডির ওপর। আর এখন আদালত খুশি নয়। সিবিআইকে বিচারপতি ভৎর্সনা করছেন, সমালোচনা করছেন। ভুল হলে সংশোধন হয়। অপরাধ হলে শাস্তি হয়।

কুণালের স্পষ্ট কথা, যেন ভীষণ তাড়া? এবার তদন্তভার সিবিআইকে দিলাম।আগে শুনেছিলাম অফিসার ভুল। আজ শুনলাম পদ্ধতি ভুল। এই তদন্ত তো সিবিআই না করে সিআইডি করতেই পারত। আদালতের তিরস্কার থেকে পরিষ্কার সিবিআই কী করছে। আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাদা ছোঁড়া হচ্ছে। যেনতেনপ্রকারণে শুধু তৃণমূলের দিকে কালি ছেটানো। আর সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু বাইরে ঘুরে বেড়াবে, দিলীপ ঘোষ বাইরে ঘুরে বেড়াবেন এটা হয় না।

তাঁর সাফ কথা, সিভিক পুলিশের বিষয়ে ইচ্ছাকৃত ভাবে বিকৃত প্রচার করা হচ্ছে। এটা পুলিশের কমিউনিটি প্রোগ্রাম। একেবারে পড়ানোর ব্যাপারে যাঁরা দক্ষ, তাঁরা সোশ্যাল সার্ভিস দেবেন। এটা বহুদিন ধরে চলে আসছে, মোটেই নয়। অকারণ বিতর্ক চাপিয়ে দেওয়া হলে, সেটা বন্ধ হলে একটা প্রভাব পড়বে। পুলিশ ভ্যালু অ্যাডেড প্রোগ্রাম করলে কি অসুবিধা আছে? এর সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই। কুণাল আরও বলেন, বিজেপি বলছে প্রদর্শনী করবে, করুক।কিন্তু প্রথম ছবি যেন, আপনাদের দলীয় কার্যালয় থেকে প্রকাশ করা কাগজে মোড়া টাকা নেওয়া শুভেন্দুর ছবি হয়। দ্বিতীয় ছবি যেন  নিশীথ প্রামাণিকের হয়। তৃতীয় ছবি যিনি বলেছিলেন ৬২ জনকে নিয়োগ দিয়েছি। আর বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে যা অভিযোগ, এখানে যা অভিযোগ তা নিয়ে প্রর্দশনী করলে আমাদের ব্রিগেড ময়দান ভাড়া করতে হবে।

কংগ্রেসকে এক হাত নিয়ে তিনি বলেন, কংগ্রেস যেহেতু নিজেরা ফেল করছে, তাই ওদের একমাত্র চেষ্টা হচ্ছে অবিজেপি দলগুলোর ভোট কেটে বিজেপিকে সাহায্য করা।আশা করব কংগ্রেস তার মানসিকতা বদলাবে।

 

 

spot_img

Related articles

ইরানের সঙ্গে বাণিজ্যের কারণে ভারতকে ‘শাস্তি’ ট্রাম্পের, বাড়ল ২৫ শতাংশ শুল্ক! 

রাশিয়ার পর এবার ইরান (Iran), ভারতে আছড়ে পড়ল মার্কিন শুল্কবান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ইরানের...

ফাঁকা থাকবে স্টেডিয়াম, জেমাইমা – হরমনপ্রীতদের ম্যাচ নিয়ে বিশেষ ঘোষণা বোর্ডের!

ঘরের মাঠে দেশি - বিদেশি ক্রিকেটাররা একে অন্যের প্রতিপক্ষ হয়ে জমিয়ে দিয়ে দিয়েছেন WPL-র বাইশ গজের লড়াই। প্রতি...

সাতসকালে মেট্রো বিভ্রাট, ব্লু লাইনে আংশিক ব্যাহত পরিষেবা

মঙ্গলবার সকাল থেকেই আংশিক ব্যহত ব্লু-লাইনের মেট্রো চলাচল। সকালের ব্যস্ত অফিস টাইমে চরম দুর্ভোগে নিত্য যাত্রীরা। দিনের প্রথম...

নিপা ভাইরাসের আশঙ্কা! রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কেন্দ্রের

রাজ্যের কল্যানী AIMS-এর ICMR-VRDL-এ দুইটি সন্দেহজনক নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর রাজ্য সরকারকে পূর্ণ প্রযুক্তিগত, লজিস্টিক ও কার্যকরী সহযোগিতার...