Monday, August 25, 2025

পথ হারানো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্যোগ নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড

Date:

গলি, তস্য গলির মধ্যে পরীক্ষাকেন্দ্র। দ্বিতীয়দিন পরীক্ষা দিতে গিয়ে পথ হারিয়ে দিশেহারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। উদ্যোগ নিয়ে তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Howrah Bridge Traffic Guard OC Souvik Chakraborty)।

এর আগে মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছিলেন সৌভিক। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর প্রশংসা করে সেই ছাত্রী। এবার উচ্চ মাধ্যমিকের ছাত্র আজিব আফাক। বৃহস্পতিবার, সকাল ১০টা ১০ নাগদ স্ট্যান্ড রোড ও এমজি রোড মোড়ের কাছে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি। জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ের ছাত্র আজিব।নারায়ণপ্রসাদ বাবু লেন, কটন স্ট্রিটে অবস্থিত শ্রী দিগম্বর জৈন বিদ্যালয়ে তার সিট পড়েছে। কিন্তু একবার মাত্র যাওয়ার ফলে আর জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় রাস্তা গুলিয়ে যায় ছাত্রটির। দিশেহারা হয়ে পড়ে সে।

পরীক্ষা শুরু ১০টায়। কিন্তু তখন ১০টা বেজে ১০ মিনিট। আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি সৌভিক। গাড়ি নিয়ে গলিতে ঢোকা সম্ভব নয় বুঝতে পেরে হাওড়া ব্রিজের সার্জেন্ট শুভজিৎ পালকে ডেকে পাঠান ওসি। তাঁর বাইকেই আজিবকে পরীক্ষাকেন্দ্রে পাঠান। কিন্তু ততক্ষণে ১০টা ২০ বেজে গিয়েছে। তবে, পুলিশের অনুরোধে ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশ আধিকারিকরা। হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের এই তৎপরতায় আপ্লুত পরীক্ষার্থী ও অভিভাবকরা। অকুণ্ঠ ধন্যবাদ জানান তাঁরা।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version