Tuesday, November 11, 2025

পথ হারানো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্যোগ নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড

Date:

গলি, তস্য গলির মধ্যে পরীক্ষাকেন্দ্র। দ্বিতীয়দিন পরীক্ষা দিতে গিয়ে পথ হারিয়ে দিশেহারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। উদ্যোগ নিয়ে তাকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (Howrah Bridge Traffic Guard OC Souvik Chakraborty)।

এর আগে মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়েছিলেন সৌভিক। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর প্রশংসা করে সেই ছাত্রী। এবার উচ্চ মাধ্যমিকের ছাত্র আজিব আফাক। বৃহস্পতিবার, সকাল ১০টা ১০ নাগদ স্ট্যান্ড রোড ও এমজি রোড মোড়ের কাছে তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেন হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের ওসি। জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, শ্রী বিশুদ্ধানন্দ সরস্বতী বিদ্যালয়ের ছাত্র আজিব।নারায়ণপ্রসাদ বাবু লেন, কটন স্ট্রিটে অবস্থিত শ্রী দিগম্বর জৈন বিদ্যালয়ে তার সিট পড়েছে। কিন্তু একবার মাত্র যাওয়ার ফলে আর জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় রাস্তা গুলিয়ে যায় ছাত্রটির। দিশেহারা হয়ে পড়ে সে।

পরীক্ষা শুরু ১০টায়। কিন্তু তখন ১০টা বেজে ১০ মিনিট। আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি সৌভিক। গাড়ি নিয়ে গলিতে ঢোকা সম্ভব নয় বুঝতে পেরে হাওড়া ব্রিজের সার্জেন্ট শুভজিৎ পালকে ডেকে পাঠান ওসি। তাঁর বাইকেই আজিবকে পরীক্ষাকেন্দ্রে পাঠান। কিন্তু ততক্ষণে ১০টা ২০ বেজে গিয়েছে। তবে, পুলিশের অনুরোধে ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। হাঁফ ছেড়ে বাঁচেন পুলিশ আধিকারিকরা। হাওড়া ব্রিজের ট্রাফিক গার্ডের এই তৎপরতায় আপ্লুত পরীক্ষার্থী ও অভিভাবকরা। অকুণ্ঠ ধন্যবাদ জানান তাঁরা।

 

 

Related articles

দেশে বিস্ফোরণ, বিদেশে ‘ফটোশুটে’ প্রধানমন্ত্রী! তোপ তৃণমূলের

পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi)...

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...
Exit mobile version