Friday, August 22, 2025

কলকাতা হকি লিগ চ‍্যাম্পিয়ন মোহনবাগান। বৃহস্পতিবার পাঞ্জাব স্পোর্টসকে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারিয়ে দিতেই এক ম‍্যাচ বাকি থাকতে হকি লিগ চ‍্যাম্পিয়ন হয়ে গেল বাগান ব্রিগেড। শেষ ম্যাচ ১৯ মার্চ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ২২ বছর পর হকি লিগে খেলতে নামে মোহনবাগান। আর নেমেই চ‍্যাম্পিয়ন সবুজ মেরুন।

বৃহস্পতিবার হকি লিগে ম্যাচ ছিল পাঞ্জাব স্পোর্টস ক্লাব এবং ইস্টবেঙ্গলের মধ্যে। সেই ম‍্যাচে জয় পায় লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন রঞ্জত সিং এবং মিচেল টপ্ন। মোহনবাগানের পয়েন্ট ছোঁয়ার সুযোগ ছিল পাঞ্জাবের কাছে। কিন্তু বৃহস্পতিবার ইস্টবেঙ্গল তাদের হারিয়ে দেয়। আর তাতেই লিগ জিতে নেয় মোহনবাগান।

এদিকে গত ১৯ ফেব্রুয়ারির ঝামেলার জেরে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা হকি লিগের ডার্বি। যা নিয়ে তোলপাড় হয়ে ওঠে কলকাতা ময়দান। সেই অসমাপ্ত ম্যাচের বাকি অংশের খেলা হয় ৯ মার্চ। সেই ম‍্যাচে লাল-হলুদকে ২-১ গোলে হারায় সবুজ মেরুন ব্রিগেড। সেই ডার্বি ম‍্যাচে দর্শক শূন্য অবস্থায় ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক দল। আগামী ১৯ মার্চ সুপার সিক্সের ম্যাচে আবার দেখা হবে দুই দলের। তবে এই ডার্বিতে যেন মাঠে সমর্থকদের প্রবেশ থাকে তার আর্জি করেছিল মোহবাগান।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন যে তিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি পাঠাবেন যাতে দর্শক নিয়ে ডার্বি ম্যাচটি হয়। এবার সেই আবেদনেই সারা দিয়ে আসন্ন ১৯ মার্চ কলকাতা হকি ডার্বিতে দর্শক-সদস্য-সাংবাদিকদের ডার্বি দেখার সুযোগ করে দিয়েছে ক্রীড়া দফতর।

এদিন মোহনবাগান ক্লাবের তরফে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, মোহনবাগান সদস্য-সমর্থকেরা হাওড়া ইউনিয়নের গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুন:সৌদিতে রোনাল্ডোর পর কি এবার মেসি? জল্পনা তুঙ্গে

 

 

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version