Sunday, August 24, 2025

তদন্ত প্রক্রিয়া নিয়ে বৃহস্পতিবারও মুখ পুড়েছে সিবিআইয়ের।এর আগেও একাধিকবার মুখ পুড়েছে সিবিআইয়ের।আজও তার ব্যতিক্রম হল না।আদালতে বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল তদন্তকারী সংস্থা সিবিআই।বিষয়টি নিয়ে সুর চড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তদন্ত তো সিবিআই না করে সিআইডি করতেই পারত।আদালতই তদন্তভার সিবিআইকে দিয়েছে।তখন ভরসা রাখতে পারেননি সিআইডির ওপর। আর এখন আদালত খুশি নয়। সিবিআইকে বিচারপতি ভৎর্সনা করছেন, সমালোচনা করছেন। ভুল হলে সংশোধন হয়। অপরাধ হলে শাস্তি হয়।

কুণালের স্পষ্ট কথা, যেন ভীষণ তাড়া? এবার তদন্তভার সিবিআইকে দিলাম।আগে শুনেছিলাম অফিসার ভুল। আজ শুনলাম পদ্ধতি ভুল। এই তদন্ত তো সিবিআই না করে সিআইডি করতেই পারত। আদালতের তিরস্কার থেকে পরিষ্কার সিবিআই কী করছে। আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাদা ছোঁড়া হচ্ছে। যেনতেনপ্রকারণে শুধু তৃণমূলের দিকে কালি ছেটানো। আর সিবিআইয়ের এফআইআরে নাম থাকা শুভেন্দু বাইরে ঘুরে বেড়াবে, দিলীপ ঘোষ বাইরে ঘুরে বেড়াবেন এটা হয় না।

তাঁর সাফ কথা, সিভিক পুলিশের বিষয়ে ইচ্ছাকৃত ভাবে বিকৃত প্রচার করা হচ্ছে। এটা পুলিশের কমিউনিটি প্রোগ্রাম। একেবারে পড়ানোর ব্যাপারে যাঁরা দক্ষ, তাঁরা সোশ্যাল সার্ভিস দেবেন। এটা বহুদিন ধরে চলে আসছে, মোটেই নয়। অকারণ বিতর্ক চাপিয়ে দেওয়া হলে, সেটা বন্ধ হলে একটা প্রভাব পড়বে। পুলিশ ভ্যালু অ্যাডেড প্রোগ্রাম করলে কি অসুবিধা আছে? এর সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই। কুণাল আরও বলেন, বিজেপি বলছে প্রদর্শনী করবে, করুক।কিন্তু প্রথম ছবি যেন, আপনাদের দলীয় কার্যালয় থেকে প্রকাশ করা কাগজে মোড়া টাকা নেওয়া শুভেন্দুর ছবি হয়। দ্বিতীয় ছবি যেন  নিশীথ প্রামাণিকের হয়। তৃতীয় ছবি যিনি বলেছিলেন ৬২ জনকে নিয়োগ দিয়েছি। আর বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে যা অভিযোগ, এখানে যা অভিযোগ তা নিয়ে প্রর্দশনী করলে আমাদের ব্রিগেড ময়দান ভাড়া করতে হবে।

কংগ্রেসকে এক হাত নিয়ে তিনি বলেন, কংগ্রেস যেহেতু নিজেরা ফেল করছে, তাই ওদের একমাত্র চেষ্টা হচ্ছে অবিজেপি দলগুলোর ভোট কেটে বিজেপিকে সাহায্য করা।আশা করব কংগ্রেস তার মানসিকতা বদলাবে।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version