Monday, December 29, 2025

ফের ম*রণোত্তর অঙ্গদানের সাক্ষী তিলোত্তমা, নবঅঙ্গে জীবন পেলেন প্রবীণ-প্রবীণা

Date:

Share post:

ফের মরণোত্তর অঙ্গদানের (Organ Donation) সাক্ষী শহর কলকাতা (Kolkata)। জানা গিয়েছে, ৪৯ বছর বয়সী এক ব্যক্তির অঙ্গে নতুন জীবন ফিরে পেলেন আরও দু’জন। বুধবার অঙ্গ প্রতিস্থাপনের পরে রোগীরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, গত ১২ মার্চ রবিবার লেক টাউনের (Lake Town) বাসিন্দা সঞ্জীব তাঁতিয়া পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান। তড়িঘড়ি তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই চিকিৎসকরা বুঝতে পারেন পরিস্থিতি বেগতিক। ধীরে ধীরে ব্রেন ডেথের (Brain Death) দিকে এগোচ্ছেন সঞ্জীব।

আর ব্রেন ডেথ নিশ্চিত বুঝেই অঙ্গদানের বিষয়ে সঞ্জীবের পরিবারকে বোঝাতে শুরু করেন চিকিৎসকরা। এরপরই সঞ্জীবের স্ত্রী সঙ্গীতা এবং দুই ছেলে মরণোত্তর অঙ্গদানে রাজি হন। আর সেই মতো শুরু হয় তোড়জোড়। এরপরই রিজিওনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন-র (Regional Organ and Tissue Transplant Organisation) মাধ্যমে গ্রহীতার খোঁজ শুরু হয়। ঠিক হয় যকৃৎ (Liver), হার্ট (Heart) এবং দু’টি কিডনি (Kideny) প্রতিস্থাপন (Transplant) করা হবে। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায়, সঞ্জীবের দু’টি কিডনির কোনওটিই প্রতিস্থাপনযোগ্য নয়। আর তখনই কিডনি প্রতিস্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়।

জানা গিয়েছে, বর্তমানে অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital) যকৃতের সমস্যা নিয়ে চিকিৎসাধীন মণিপুরের বছর ৫৯-এর এক প্রৌঢ়া। তাঁর শরীরে সঞ্জীবের যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে। অন্যদিকে, আর এন টেগোর (R N Tagore) হাসপাতালে ৫২ বছরের এক প্রৌঢ়ের শরীরে প্রতিস্থাপিত হয়েছে হৃৎপিণ্ড। তবে অ্যাপোলো থেকে দক্ষিণ কলকাতার আর এন টেগোরে হার্ট পৌঁছে দিতে গ্রিন করিডরের (Green Corridor) ব্যবস্থা করে পুলিশ। এরপরই শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের কাজ।

 

 

spot_img

Related articles

ভারতে আক্রান্ত খ্রিস্টানরা: সরব পাকিস্তান, সাফাই দেওয়ার চেষ্টা ভারতের

প্রথমবার স্বাধীন পাকিস্তান সরকার সরকারিভাবে বড়দিন পালন করেছে ২০২৫ সালে। আর ঠিক সেই বছরেই প্রতিবেশী ভারতে একের পর...

ক্যানসার যুদ্ধে প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক

বছর শেষে দুঃসংবাদ টলিপাড়ায়। মারণরোগে মৃত্যু হল অভিনেত্রী শ্রাবণী বণিকের। শেষ কয়েক সপ্তাহ ধরে রাজারহাট ক্যান্সার হাসপাতালে ভর্তি...

চরম ঔদ্ধত্য! শুভেন্দুর কনভয়ের গাড়ির বেপরোয়া গতি, ধাক্কায় আহত মা-শিশু

চরম ঔদ্ধত্য! হেঁড়িয়া ক্রসিং মোড়ে বিজেপির (BJP) বিরোধী দলনেতা শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ের (Convoy) বেপরোয়া গতি। কনভয়ে থাকা...

ভূগর্ভস্থ জল নিয়ে উদ্বেগ! সমীক্ষা শুরু ঝাড়গ্রামে 

কেন্দ্রের রিপোর্টে পশ্চিমবঙ্গের ১০টি ব্লককে ভূগর্ভস্থ জলস্তরের দিক থেকে সংকটজনক হিসেবে চিহ্নিত করার পরই নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।...