Sunday, November 16, 2025

ফের ম*রণোত্তর অঙ্গদানের সাক্ষী তিলোত্তমা, নবঅঙ্গে জীবন পেলেন প্রবীণ-প্রবীণা

Date:

ফের মরণোত্তর অঙ্গদানের (Organ Donation) সাক্ষী শহর কলকাতা (Kolkata)। জানা গিয়েছে, ৪৯ বছর বয়সী এক ব্যক্তির অঙ্গে নতুন জীবন ফিরে পেলেন আরও দু’জন। বুধবার অঙ্গ প্রতিস্থাপনের পরে রোগীরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, গত ১২ মার্চ রবিবার লেক টাউনের (Lake Town) বাসিন্দা সঞ্জীব তাঁতিয়া পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান। তড়িঘড়ি তাঁকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই চিকিৎসকরা বুঝতে পারেন পরিস্থিতি বেগতিক। ধীরে ধীরে ব্রেন ডেথের (Brain Death) দিকে এগোচ্ছেন সঞ্জীব।

আর ব্রেন ডেথ নিশ্চিত বুঝেই অঙ্গদানের বিষয়ে সঞ্জীবের পরিবারকে বোঝাতে শুরু করেন চিকিৎসকরা। এরপরই সঞ্জীবের স্ত্রী সঙ্গীতা এবং দুই ছেলে মরণোত্তর অঙ্গদানে রাজি হন। আর সেই মতো শুরু হয় তোড়জোড়। এরপরই রিজিওনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন-র (Regional Organ and Tissue Transplant Organisation) মাধ্যমে গ্রহীতার খোঁজ শুরু হয়। ঠিক হয় যকৃৎ (Liver), হার্ট (Heart) এবং দু’টি কিডনি (Kideny) প্রতিস্থাপন (Transplant) করা হবে। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায়, সঞ্জীবের দু’টি কিডনির কোনওটিই প্রতিস্থাপনযোগ্য নয়। আর তখনই কিডনি প্রতিস্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়।

জানা গিয়েছে, বর্তমানে অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital) যকৃতের সমস্যা নিয়ে চিকিৎসাধীন মণিপুরের বছর ৫৯-এর এক প্রৌঢ়া। তাঁর শরীরে সঞ্জীবের যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে। অন্যদিকে, আর এন টেগোর (R N Tagore) হাসপাতালে ৫২ বছরের এক প্রৌঢ়ের শরীরে প্রতিস্থাপিত হয়েছে হৃৎপিণ্ড। তবে অ্যাপোলো থেকে দক্ষিণ কলকাতার আর এন টেগোরে হার্ট পৌঁছে দিতে গ্রিন করিডরের (Green Corridor) ব্যবস্থা করে পুলিশ। এরপরই শুরু হয় অঙ্গ প্রতিস্থাপনের কাজ।

 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version