Sunday, November 9, 2025

বৃহস্পতিবার নেতৃত্বের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী, নজর রাজনৈতিক মহলের

Date:

আগামিকাল, বৃহস্পতিবার কালীঘাটে দলের শীর্ষ ও সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিরগুলির অতিসক্রিয়তা, আবার সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি উপনির্বাচনে পরাজয় এবং পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি মনে করা হচ্ছে, ২০২৪ লোকসভা ভোটের আগে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা সংসদে ও দেশে ঠিক কী হতে চলেছে সেই বার্তাও এই বৈঠক থেকে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সংখ্যালঘু এলাকায় ভোটের ফল খারাপ হওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। ইতিমধ্যেই সাগরদিঘি উপনির্বাচনের হারের পর্যালোচনা শুরু হয়েছে দলের অন্দরে। হারের কারণ জানিয়ে চার সদস্যের কমিটি নেত্রীকে রিপোর্ট দিয়েছে। রাজ্যের আরও কোথাও যাতে এই ভোটের প্রভাব না পড়ে সেদিকে নজর দেওয়ার জন্য দলকে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বৈঠক থেকেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করার বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। বিশেষ করে প্রার্থী বাছাইয়ে দলের অবস্থান ও সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। ২০১৮ সালের মতো পঞ্চায়েত ভোটে যেন অশান্তির বাতাবরণ তৈরি না হয়, সেফিকে বিশেষভাবে নজর দেওয়ার কথা বলতে পারেন নেত্রী।

দুর্নীতির প্রশ্নে দলের অবস্থান জিরো টলারেন্স। যে বা যারা এই কাজে যুক্ত থাকবেন দল তাদের পাশে থাকবে না, সেটি ফের একবার স্পষ্ট করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দিদির সুরক্ষা কবচ কর্মসূচী থেকে মানুষের সমস্যা, চাহিদা নিয়ে সার্বিকভাবে যে রিপোর্ট উঠে এসেছে এই বৈঠকে তা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি রাজ্য সরকারের প্রকল্পগুলিকে আরও জনপ্রিয় ও প্রচারের আলোয় আনার জন্য দলকে নির্দেশ দিতে পারেন তিনি।

১০০দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের বঞ্চনা মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি ডিএ আন্দোলন নিয়ে রাজনৈতিক মোকাবিলায় দিক নির্দেশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবমিলিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোটকে অ্যাসিড টেস্ট ধরে নিয়ে দলীয় নেতাদের রূপরেখা তৈরি করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।

উল্লেখ্য, আগামিকাল দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তৃণমূল সূত্রে খবর, তিনি কালীঘাটে আসবেন। জাতীয় ইস্যু নিয়ে তাঁর সঙ্গেও বৈঠক করতে মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version