Thursday, November 13, 2025

দেশবিরোধী মন্তব্য করিনি, সংসদে সুযোগ পেলে জবাব দেব: মন্তব্য রাহুলের

Date:

ব্রিটেন সফরে গিয়ে ভারতকে অপমান করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। এমনই অভিযোগ তুলে রাহুলকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গত ৪ দিন ধরে সংসদ অচল করে তুলেছে বিজেপি(BJP)। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংসদে এসে রাহুল জানালেন, তিনি দেশবিরোধী কোনও মন্তব্য করেননি। যদিও সংসদে(Parliament) সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে এর জবাব দেবেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসে লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সাংসদের একাংশের সঙ্গে আলোচনা সভায় যোগ দিয়েছিলেন রাহুল। সেখানে কথা বলতে গিয়ে তিনি দেখেন মাইক খারাপ। তখন রাহুল মন্তব্য করেন, “ভারতীয় সংসদে কিন্তু মাইক খারাপ হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে। বিতর্কের কণ্ঠরোধ করা হয়েছে।” রাহুলের এহেন মন্তব্য ভারতকে অপমান বলে অভিযোগ করে বিজেপি। যদিও কংগ্রেসের তরফে পাল্টা বলা হয়, হিন্ডেনবার্গ রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ গৌতম আদানির বিরুদ্ধে তোলা শেয়ার জালিয়াতি থেকে নজর ঘোরাতেই জলঘোলা করছে বিজেপি। পাশাপাশি বিদেশ সফরে গিয়ে নরেন্দ্র মোদির মন্তব্যের উদাহরন তুলে জানানো হয়, চিনে গিয়ে মোদি বলেছিলেন, “এক বছর আগেও ভারতীয় হিসাবে পরিচয় দিতে লজ্জা হত।” সে সময় কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স-সহ একাধিক বিরোধী দল প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনার দাবি তুললেও তাতে কর্ণপাত করেননি বিজেপি নেতৃত্ব।

এহেন টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার সংসদে এসে রাহুল জানালেন, আমি (লন্ডনের আলোচনা সভায়) ভারতবিরোধী কিছুই বলিনি। যদি তাঁরা সুযোগ দেন, তবে আমি সংসদের ভিতরেও সে কথা বলব।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version