Saturday, August 23, 2025

বুধবার থেকে ভোগান্তি শুরু হয়েছে সাধারণ মানুষ তথা পর্যটকদের (Tourist)। পেনশন, বিমা পরিষেবা-সহ দশ দফা দাবিতে ধর্মঘটে বসেছিলেন ভুবনেশ্বরের (Bhubaneshwar) অটোচালকরা। এর সঙ্গে যুক্ত হয়ে ওড়িশার প্রায় ৫ লক্ষ বাস ও ট্যাক্সি চালকও (Bus and Taxi Pilot) সম্মিলিতভাবে ধর্মঘটের (Transport Strike) ডাক দেন। সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে পুরী সহ (Puri) ওড়িশার বিস্তীর্ণ এলাকার পরিবহন ব্যবস্থা। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের হয়রানি জেরে অবশেষে বৃহস্পতিবার বাধ্য হয়ে সমস্যা সমাধানের রাস্তা খোঁজে সরকার (Government)। বৃহস্পতিবার সকাল থেকে যানবাহন বন্ধ থাকার পরে অটোচালকদের নিয়ে বৈঠকে বসে প্রশাসন। দীর্ঘক্ষণ আলোচনার পরে ধর্মঘট তুলে নিতে রাজি হন অটোচালকরা।

জগন্নাথ ধাম পুরীতে প্রতি সিজনেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। ওড়িশার এই পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ সমুদ্র এবং জগন্নাথের মন্দির। প্রতিদিন ভীড় লেগেই থাকে। স্টেশন বা এয়ারপোর্ট থেকে পুরী পৌঁছতে অবশ্যই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়। তাই অটো, ট্যাক্সি ,বাস বন্ধ থাকার মানে পর্যটকদের একটা বিশাল অংশ বড় সমস্যার মধ্যে পড়েন। বুধবার থেকে শুরু হওয়া ধর্মঘটে কটক (Cuttack) ও পুরীর (Puri) প্রায় ১০ হাজার অটোচালক সামিল হয়েছিলেন।তাঁদের দাবি ছিল, অবসরের পর পেনশনের ব্যবস্থা করতে হবে। এছাড়াও বিমা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেও সুযোগ সুবিধা দিতে হবে তাঁদের। এর মাঝে কিছু পর্যটকের কথা চিন্তা করে কয়েকটি অটো চালানোর চেষ্টা হলেও, সংগঠনের পক্ষ থেকে তাঁদের জোর করে ধর্মঘটে সামিল করানো হয় বলে অভিযোগ ওঠে। পরপর দুদিন পরিবহন ব্যবস্থা কার্যত অচল থাকার কারণে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বৃহস্পতিবার বৈঠকে বসেন প্রশাসনিক কর্তারা। আপাতত ঠিক হয়েছে যে হেনস্তা সংক্রান্ত যাবতীয় অভিযোগ থানায় জমা পড়বে। সেখান থেকেই অভিযোগের তদন্ত করা হবে। কিন্তু এই বৈঠকে সাধারণের সুরাহা হল কি? এ প্রশ্ন রয়েই যাচ্ছে।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version