Thursday, August 28, 2025

মুখেই ‘নারী সুরক্ষার’ বুলি! ইভ*টিজিংয়ের প্রতি*বাদ করায় চরম শা*স্তি যোগীরাজ্যে

Date:

ফের খবরের শিরোনামে যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। মুখেই শুধু বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান। কিন্তু বাস্তবে বিজেপিশাসিত রাজ্যেই মেয়েদের চরম হেনস্থার কথা সামনে এলো। ইভটিজিংয়ের (Eve Teasing) প্রতিবাদ করায় এক মহিলাকে বেধড়ক মারধর করল একদল দুষ্কৃতী। না শুধুই কেবল মারধর করা বললে ভুল হবে, জানা গিয়েছে ওই মহিলার বাড়িতে চড়াও হয়ে তাঁকে বিবস্ত্র করার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এমন ঘটনার জেরে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে যোগী আদিত্যনাথের সরকারকে (Yogi Adityanath)। তবে এই প্রথ নয় এর আগেও একাধিকবার এমন ঘটনার সাক্ষী হয়েছে উত্তরপ্রদেশ। তবে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ৯ মার্চ, বৃহস্পতিবার। অভিযোগ, আগ্রায় (Agra) দুই ব্যক্তি ওই মহিলাকে উত্যক্ত করে। আর সেই আচরণের তীব্র প্রতিবাদ করেন মহিলা। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ানক হতে পারে তা বোধ হয় কল্পনাও করতে পারেননি তিনি। পরে বাড়ি ফিরে গেলে অভিযুক্তরা ১১ জনের একটি দল নিয়ে ওই মহিলার বাড়িতে চড়াও হয়। সেখানেই তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয়। এমনকি ওই মহিলার পোশাক খুলে নেওয়ারও অভিযোগ সামনে আসে। পাশাপাশি মহিলা ও তাঁর পরিবারকে শাসানি দেওয়া হয় বিষয়টি পুলিশের কানে উঠলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। কিন্তু এসব শুনেও পিছু হঠেননি মহিলা। তিনি শাসানির মধ্যেও রুখে দাঁড়ান।

এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি পুলিশে অভিযোগ (Complaint) দায়ের করেন। এরপরই ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় মামলা দায়ের করে অভিযুক্ত ১৩ জনের খোঁজ শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তরা পলাতক, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন- ENTREMIT-2023-এর প্রাক ইভেন্ট প্রেস কনফারেন্সে তরুণদের আত্মবিশ্বাসের বার্তা !

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version