Monday, August 25, 2025

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এমন আবহেই শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। তবে এদিনের বৈঠকে দু’জনের মধ্যে কী কথা হল, তা নিয়েই তুঙ্গে জল্পনা। তবে বিজেপি (BJP) সূত্রে খবর, এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহকে (Amit Shah) একটি রিপোর্ট জমা দিয়েছেন। ইতিমধ্যে দু’জনের সাক্ষাতের খবর স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে টুইট করে জানানো হলেও এদিনের সাক্ষাতে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। এদিকে বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গেও দেখা করেন আনন্দ।

উল্লেখ্য, শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনই সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। পরে টুইট করে সাক্ষাতের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজনৈতিক মহলের মতে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে শুক্রবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি তুলেছে রাজ্য বিজেপি। মনে করা হচ্ছে, শাহের সঙ্গে সেই বিষয়ে কথাও হয়েছে রাজ্যপালের। পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা (Safety) ও রাজ্যের ডিএ (DA) ইস্যু নিয়েও কথা বলতে পারেন রাজ্যপাল ও অমিত শাহ।

তবে শুক্রবারের অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা কেউ জানে না। তবে আইনশৃঙ্খলার কথা যদি বলেন, তবে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, কলকাতা তথা রাজ্যের আইনশৃঙ্খলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো। বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে তুলনা করলেও এগিয়ে রয়েছে বাংলা।

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version