Wednesday, December 17, 2025

সাধারণ মানুষের উপর কোনও বাড়তি বোঝা নয়। জনগণের কথা মাথায় রেখে এক উন্নয়নমুখী বাজেট (Development oriented budget)পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার কলকাতা কর্পোরেশনের (KMC Budget) বাজেট পেশ করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র। সাধারণ মানুষের উপরে অযৌক্তিকভাবে করের বোঝা না চাপিয়ে বিকল্প হিসেবে পুনর্মূল্যায়ন এবং বকেয়া কর আদায়ের মাধ্যমেই আয়বৃদ্ধির পথে হাঁটতে চায় কলকাতা পুরসভা, এমন কথাই স্পষ্ট ভাবে জানিয়ে দেন ফিরহাদ হাকিম।

কর বৃদ্ধি করা এক কঠিন বাস্তব কিন্তু সেক্ষেত্রে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের পরিস্থিতির দিকে যথেষ্ট বিবেচনা করা প্রয়োজন বলেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবারের বাজেটে প্রস্তাবিত আয় এবং ব্যয়ের মধ্যে ফারাকের অঙ্ক ১৪৬ কোটি টাকা। গত আর্থিক বছরে এই অঙ্কটা ছিল ১৭৭ কোটি টাকা। অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে এবারে ঘাটতির অঙ্ক কমে গেল ৩১ কোটি টাকা। আনুমানিক আয় ধরা হয়েছে ৪৫৪০.৭৯ কোটি টাকা, ব্যয়ের অঙ্ক আনুমানিক ৪৬৮৬.৭৯ কোটি টাকা। তবে প্রারম্ভিক ঘাটতির অঙ্ক ২০২৫.৯৬ কোটি টাকা ধরলে মোট ঘাটতির পরিমাণটা দাঁড়াবে ২১৭১.৯৬ কোটি টাকা। কোভিড মন্দা কাটিয়ে গত ২ বছরে সামগ্রিক আয় বাড়িয়ে পুরসভা ছন্দে ফিরেছে কিন্তু তাও কেন এই ঘাটতি? পে কমিশনের দিকে আঙুল তুলে ১৪৬ কোটি টাকা ঘাটতির কথা বাজেটে উল্লেখ করলেন মেয়র ফিরহাদ হাকিম। মহানাগরিকের জানান, পে কমিশনের সুপারিশ মেনে বেতন হিসেবে দিতে হচ্ছে প্রায় ১০০০ কোটি টাকা। সেইসঙ্গে রয়েছে পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। এসবের মাঝে পুরসভার নিজস্ব আয়ের উৎস সঠিকভাবে চিহ্নিত করে এবং অব্যবহৃত সম্পদ ব্যবহার করে আয়ের অঙ্ক বাড়িয়ে নাগরিক পরিষেবার মান ও উন্নয়নের গতি বাড়াতে বদ্ধপরিকর পুরসভা। আগামী আর্থিক বছরে বিশেষ গুরুত্ব পাবে বুস্টিং পাম্পিং স্টেশন নির্মাণ, পানীয় জল, নিকাশি ব্যবস্থা, ডেঙ্গি এবং ম্যালেরিয়া প্রতিরোধ বলে জানান মেয়র।

 

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...
Exit mobile version