Tuesday, August 26, 2025

২৪-এর লোকসভা নির্বাচনকে নজরে রেখে এখন থেকেই রণকৌশল তৈরি করতে শুরু করেছে বিরোধী শিবির(Opposition Party)। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। এরই মাঝে খবর আগামী সপ্তাহে ওড়িশা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। প্রশাসনিক সূত্রে খবর, ব্যক্তিগত সফরে জগন্নাথ মন্দিরে(Jagannath Temple) পুজো দিতে যাচ্ছেন তিনি। যদিও তৃণমূল(TMC) সূত্রের খবর, ব্যক্তিগত সফর হলেও এই সফরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের(Navin Patnaek) সঙ্গে সাক্ষাত করতে পারেন তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ মার্চ ভুবেনশ্বর যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ তারিখ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। যদি এই বৈঠক হয় সেক্ষেত্রে রাজনৈতিকভাবে তা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। কারণ, রাজনৈতিকভাবে সাধারণত কংগ্রেস ও বিজেপি দুই দলের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলে নবীন পট্টনায়েকের দল বিজেডি। তবে সাম্প্রতিক সময়ে বিজেপি বিরোধিতা ব্যাপকভাবে বেড়েছে নবীনের দলের।

অন্যদিকে দেশের সব আঞ্চলিক দলগুলিকে একত্রিত করার লক্ষ্যে কোমর বেধেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কংগ্রেসের সঙ্গেও দূরত্ব বজায় রাখতে দেখা গিয়েছে তৃণমূলকে। সবমিলিয়ে রাজনৈতিক দিক থেকে কিছুটা হলেও একই অবস্থানে তৃণমূল ও বিজেডি। এই পরিস্থিতিতে নবীন-মমতা বৈঠক যদি হয় তবে তা যে বেশ তাৎপর্যপূর্ণ হলে তা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, এর আগে ২০২০ সালে একবার ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...
Exit mobile version