Sunday, August 24, 2025

বরফ দেখতেই পর্যটকদের সিকিমে ছুটে যাওয়া আর এবার সেই বরফের জন্যই বিপাকে পড়তে হল পর্যটকদের। আজ শুক্রবার ব্যাপক তুষারপাতের (Snow Fall) কারণে ছাঙ্গু লেকের (Changu Lake)পারমিট বন্ধ করল প্রশাসন। পাশাপাশি নাথুলা ও বাবা মন্দিরে যাওয়ার রাস্তায় পারমিট দেওয়া বন্ধ রাখল সিকিম প্রশাসন (Sikkim Government)। ফলে সিকিম ঘুরতে যাওয়া পর্যটকদের আটকে যেতে হল শিলিগুড়িতেই (Siliguri)।

গত শনিবার বিকেল থেকেই সিকিমের আবহাওয়া খারাপ হতে থাকে। বিকেলের দিক থেকেই পূর্ব সিকিমের এই নাথুলা ও ছাঙ্গু লেকে তুষারপাত শুরু হয়।আটকে পড়েন প্রায় হাজারেরও বেশি পর্যটক। বরফাবৃত ১৫ কিমি রাস্তার মধ্যে আটকে যায় ২০০-এর বেশি গাড়ি। সেনার সাহায্যে শুরু হয় উদ্ধার কাজ। তখন থেকেই প্রশাসনের তরফে কয়েকদিনের জন্য পর্যটকদের পাস দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। মার্চের শুরুতেই ব্যাপক তুষারপাত সিকিমে। বরফের চাদরে ঢেকেছে ছাঙ্গু লেক, নাথুলা। কিন্তু সেইসব আর চাক্ষুষ করা হচ্ছে না পর্যটকদের। স্বাভাবিক ভাবেই কিছুটা মন খারাপের মেজাজ উত্তরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই লাগাতার তুষারপাত হচ্ছে সিকিমে (Sikkim)। রাস্তায় কয়েক ইঞ্চি বরফের স্তর জমা হয়ে রয়েছে। যেকারণে সেখান দিয়ে কোনওভাবেই গাড়ি চলাচল সম্ভব নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও ওই এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে শনিবারও বন্ধ থাকতে পারে সিকিমের এই রুট। হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট – এর (Himalayan Hospitality and Tourism Development) তরফ থেকে জানান হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সপ্তাহে নতুন করে রোড পারমিট দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। তবে এখনই কিছু বলা সম্ভব নয়।

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version