Tuesday, May 13, 2025

অজিদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে ব‍্যাট হাতে দাপট রাহুলের, রানে ফিরে কী বললেন তিনি?

Date:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে রান না পাওয়ায় শেষ দুটি টেস্ট থেকে বাদ পড়েছিলেন কে এল রাহুল। খারাপ পারফরম্যান্সের জন‍্য সহ-অধিনায়কত্বের পদও হারিয়েছিলেন তিনি। কিন্তু মুম্বইয়ে একদিনের ক্রিকেটে ফের চেনা ছন্দে রাহুল। শুক্রবার ব‍্যাট হাতে দাপট দেখান তিনি। অজিদের বিরুদ্ধে ৭৫ রানে অপরাজিত তিনি। আর এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত রাহুল নিজে।

ম‍্যাচ শেষে ভারতের উইকেটরক্ষক ব‍্যাটার বলেন,” শুরুতেই তিনটে উইকেট পড়ে যেতে দেখলাম। সেই সময় স্টার্ক বল দারুণ সুইং করাচ্ছিল। বল ভেতরে ঢুকে আসছিল। এই পরিস্থিতিতে স্টার্ক ভয়ঙ্কর। তাই সাধারণ ক্রিকেটীয় শটের উপরেই ভরসা রেখেছিলাম। রান করার কথা ভুলেই গিয়েছিলাম। কয়েকটা বাউন্ডারি মারার পর স্নায়ু নিয়ন্ত্রণে আসে। শুভমন, হার্দিক এবং জাদেজার সঙ্গে ব্যাট করেছি। প্রত্যেকের সঙ্গেই একটা আলোচনা করেছি, পিচ ঠিকই আছে। দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারলে ভালো লাগে।”

একের পর এক উইকেট যখন পরতে শুরু করে, তখন রাহুলকে সঙ্গত দেন জাদেজা। ৪৫ রানে অপরাজিত জাদেজা। তাই তো ম‍্যাচ শেষে জাদেজার প্রশংসায় রাহুল। রাহুর বলেন,” জাদেজার সঙ্গে ব্যাট করে বেশ মজা লেগেছে। যে মুহূর্তে একজন বাঁ হাতি ব্যাটার এল, আমি কয়েকটা আলগা বল পেয়ে গেলাম এবং সেগুলোকে কাজে লাগালাম। বাঁ হাতি ব্যাটার আসাতেই কাজটা সহজ হয়ে গেল। জাড্ডু দারুণ ব্যাট করেছে। ওর রান নেওয়ার ক্ষমতাও খুব দ্রুত। দারুণ ছন্দে রয়েছে এবং ম্যাচে এধরনের পরিস্থিতিতে কী করতে হবে, সেটা ও ভালই জানে। ফলে ওর সঙ্গে ব্যাটিং খুবই উপভোগ করেছি।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সতীর্থদের প্রশংসায় হার্দিক


 

Related articles

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে খতম ৩১ সন্দেহভাজন মাওবাদী!

ভারত- পাকিস্তান সীমান্ত সংঘর্ষের আবহে এবার মাওবাদী দমনে বড় সাফল্য দেশে। সোমবার ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী অঞ্চলে সন্দেহভাজন ৩১ মাওবাদীকে...

প্রয়াত বর্ষীয়ান CPIM নেতা নেপাল ভট্টাচার্য, শোকস্তব্ধ রাজনৈতিক মহল

চলে গেলেন বর্ষীয়ান CPIM নেতা নেপালদেব ভট্টাচার্য (Nepal Deb Bhattacharya)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সোমবার রাত...

সোপিয়ানে জঙ্গিদের খোঁজে পুলিশ-যৌথ বাহিনীর তল্লাশি, চলল গুলি!

জঙ্গি হামলার (Terrorist attack) আবহে উপত্যকায় ফের উত্তেজনা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের জঙ্গলে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালানোর সময়...

যাত্রী নিরাপত্তায় সতর্ক এয়ার ইন্ডিয়া- ইন্ডিগো, মঙ্গলে সাত বিমানবন্দরে উড়ান বন্ধ

সংঘর্ষ বিরতির (Ceasefire) আবহে বারবার সীমান্তে ড্রোন হামলার চেষ্টা করে চলেছে পাকিস্তান (Pakistan)। তাই আকাশপথে বিমান পরিষেবায় বাড়তি...
Exit mobile version