Wednesday, August 27, 2025

সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujay Krishna Bhadra) ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতি (Gopal Dolopoti) ও তাপস মণ্ডলের (Tapas Mondal) মুখে প্রথম শোনা যায় সুজয় কৃষ্ণের কথা। গত মঙ্গলবার সন্ধ্যায় সুজয়কৃষ্ণ ভদ্রকে নিজাম প্যালেসে সকাল ১১টায় হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। সেই অনুযায়ী নির্ধারিত সময়ে সিবিআই (CBI) দফতরে হাজির হন সুজয়। এরপর ফের তাঁর সম্পত্তির নথি নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল।

রাজ্য নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । একের পর এক অভিযুক্তদের গ্রেফতার করেছে ইডি। তদন্তে একাধিক অভিযুক্তের মুখে উঠে আসে  সুজয়ের নাম। তাপস মণ্ডল দাবি করেছিলেন, কুন্তল ঘোষের মুখে তিনি ওই নাম শুনেছিলেন। তবে প্রথম বার গোপাল দলপতি সুজয়ের নাম করেছিলেন। তাঁর দাবি ছিল, কুন্তল ঘোষ বার বার উল্লেখ্য ব্যক্তির কাছে টাকা পাঠানোর কথা বলেছিলেন। আগামী সোমবার সুজয়কৃষ্ণ ভদ্রকে তাঁর স্ত্রী ও মেয়ের ব্যাংকের সমস্ত নথি নিয়ে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। যদিও এই নিয়ে সুজয় কৃষ্ণের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version