Tuesday, August 26, 2025

‘মহিলা মন্তব্যে’ রাহুলকে নোটিশ! দিল্লি পুলিশকে দীর্ঘ অপেক্ষা করানোর অভিযোগ

Date:

বিদেশের মাটিতে রাহুল গান্ধীর(Rahul Gandhi) মন্তব্যকে হাতিয়ার করে সংসদ কার্যত অচল করে তুলেছে শাসকদল। অবিলম্বে কংগ্রেস(Congress) সাংসদের ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই রাহুলের বাড়িতে হাজির হল দিল্লির মহিলা পুলিশের একটি বড় দল। ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের এক মন্তব্যের জেরেই রাহুলকে নোটিশ দিল দিল্লি পুলিশ(Delhi Police)। তবে সেই মহিলা পুলিশ বাহিনীকে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করানোর অভিযোগ উঠল ওয়েনাড়ের সাংসদের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত মাসখানেক আগে ভারত জোড়ো যাত্রার শেষে শ্রীনগরে পৌঁছে রাহুল গান্ধী বলেছিলেন, দেশে অনেক মহিলাই যৌন নির্যাতনের শিকার হচ্ছে। তাঁর প্রেক্ষিতেই গত ১৫ মার্চ রাহুলকে নোটিশ দিতে তাঁর বাড়িতে যায় দিল্লির মহিলা পুলিশের একটি টিম। তবে সেদিন তাদের প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করিয়েও দেখা করেননি রাহুল। এরপর ১৬ মার্চ ফের রাহুলের বাড়িতে যান তাঁরা। এদিনও প্রায় দেড় ঘন্টা তাদের অপেক্ষা করান কংগ্রেস সাংসদ। তারপর সেই নোটিশ তিনি গ্রহন করেন। পুলিশের তরফে রাহুলকে যে নোটিশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, রাহুল যৌন নির্যাতনের শিকার মহিলাদের তথ্য দিলে পুলিশ তাঁদের নিরাপত্তার বন্দোবস্ত করতে পারে। রাহুল শ্রীনগরে বলেছিলেন, ‘ভারত জোড়ো যাত্রা’র সময় একটি মেয়ে তাঁকে এসে বলে, সে ধর্ষণের শিকার। কেন সে পুলিশের কাছে যাচ্ছে না, জানতে চাওয়ায় মেয়েটি বলে, পুলিশকে বললে তাকেই সমাজে লজ্জার মুখে পড়তে হবে। এই মন্তব্যের উল্লেখ করে পুলিশ ওই মেয়েটি সম্পর্কেও বিশদ তথ্য জানতে চেয়েছে।

তবে রাহুলকে দেওয়া এই নোটিশ প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশের এই পদক্ষেপ নিয়ে কংগ্রেসের মন্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আদানির সম্পর্ক নিয়ে রাহুলের প্রশ্নে জেরবার মোদি সরকার এখন পুলিশের পিছনে লুকোচ্ছে। ‘ভারত জোড়ো যাত্রা’র ৪৫ দিন পরে দিল্লি পুলিশ নোটিস পাঠাচ্ছে। আইন মেনে নোটিসের উত্তর দেওয়া হবে। সরকার যে আতঙ্কিত, নোটিস তারই প্রমাণ। সরকার তাই বিরোধীদের ভূমিকা, বাকস্বাধীনতা, গণতন্ত্র, মহিলাদের ক্ষমতায়নে আঘাত করতে চাইছে।”

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version