Sunday, May 4, 2025

গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হল রুশ প্রেসিডেন্ট (Russia President) ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে। জানা গিয়েছে, ‘যুদ্ধ অপরাধী’ তকমা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (International Criminal Court)। আর এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী এবার ইউক্রেন যুদ্ধের মধ্যেই জেলে যেতে হবে তাঁকে? পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে চলবে মামলা? আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার পক্ষে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এটা ন্যায়সঙ্গত বলেই দাবি করলেন তিনি। এই গ্রেফতারি পরোয়ানা পুতিনের বিরুদ্ধে একটি শক্তিশালী তথ্য বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট পুতিন। আর সেই কারণেই আন্তর্জাতিক অপরাধ দমন আদালত তথা আইসিসি তাঁকে গ্রেফতার করতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আদপে কী পুতিনকে গ্রেফতার করা যাবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের এক আইনজীবী জানিয়েছেন, গ্রেফতারি পরোয়ানার জেরে দেশের বাইরে যেতে পারবেন না পুতিন। বিশ্বের ১২৩টি দেশের যেখানেই পুতিন যাবেন, সেখানেই তাঁকে গ্রেফতার করা হবে। কিন্তু বিষয়টি এত সহজ হবে না বলেই দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। তাঁরা সাফ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের মতো ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষেত্রে বেশ কিছু আইনগত জটিলতা রয়েছে।

তবে যেহেতু রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, সেকারণে রুশ প্রশাসন নির্দেশ মানতে বাধ্য নয় বলেও জানিয়েছেন ওই দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র। উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে (Ukraine) রাশিয়া সামরিক অভিযান চালায়। প্রায় এক বছরের বেশি সময় অতিক্রম করলেও, যুদ্ধ থামার কোনও লক্ষণ চোখে পড়েনি। রুশ হামলায় ইউক্রেনের একাধিক শহর ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় বহু অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। এর মধ্যে শিশু ও মহিলারও রয়েছেন।

 

Related articles

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...
Exit mobile version