Thursday, November 6, 2025

পুতিনের বিরুদ্ধে গ্রে*ফতারি পরোয়ানা জারি! ‘ন্যায়সঙ্গত’ দাবি বাইডেনের  

Date:

গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হল রুশ প্রেসিডেন্ট (Russia President) ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) বিরুদ্ধে। জানা গিয়েছে, ‘যুদ্ধ অপরাধী’ তকমা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (International Criminal Court)। আর এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী এবার ইউক্রেন যুদ্ধের মধ্যেই জেলে যেতে হবে তাঁকে? পাশাপাশি প্রশ্ন উঠতে শুরু করেছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে চলবে মামলা? আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার পক্ষে সওয়াল করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। এটা ন্যায়সঙ্গত বলেই দাবি করলেন তিনি। এই গ্রেফতারি পরোয়ানা পুতিনের বিরুদ্ধে একটি শক্তিশালী তথ্য বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত রুশ প্রেসিডেন্ট পুতিন। আর সেই কারণেই আন্তর্জাতিক অপরাধ দমন আদালত তথা আইসিসি তাঁকে গ্রেফতার করতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আদপে কী পুতিনকে গ্রেফতার করা যাবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের এক আইনজীবী জানিয়েছেন, গ্রেফতারি পরোয়ানার জেরে দেশের বাইরে যেতে পারবেন না পুতিন। বিশ্বের ১২৩টি দেশের যেখানেই পুতিন যাবেন, সেখানেই তাঁকে গ্রেফতার করা হবে। কিন্তু বিষয়টি এত সহজ হবে না বলেই দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। তাঁরা সাফ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের মতো ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষেত্রে বেশ কিছু আইনগত জটিলতা রয়েছে।

তবে যেহেতু রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়, সেকারণে রুশ প্রশাসন নির্দেশ মানতে বাধ্য নয় বলেও জানিয়েছেন ওই দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র। উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে (Ukraine) রাশিয়া সামরিক অভিযান চালায়। প্রায় এক বছরের বেশি সময় অতিক্রম করলেও, যুদ্ধ থামার কোনও লক্ষণ চোখে পড়েনি। রুশ হামলায় ইউক্রেনের একাধিক শহর ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় বহু অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার। এর মধ্যে শিশু ও মহিলারও রয়েছেন।

 

Related articles

নিউটাউনে ব্যবসায়ী খুনে আজ উত্তরবঙ্গে তদন্তকারীরা, BDO-কে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা

বিধাননগর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনের (gold trader killed case in newtown) ঘটনায় নাম জড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি...

যতক্ষণ না বাংলার সব মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজেও করব না: ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ উড়িয়ে জবাব মমতার

বিশেষ নিবিড় সংশোধন (SIR) মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাংলায়। ওই দিনই SIR-এর নামে চক্রান্তের প্রতিবাদে রাজপথে নামেন তৃণমূল...

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম 'ল্যারিসা'। এবার...

লালবাজারে কাছে গাড়ির টুলসের গোডাউনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Fire breaks Out in Kolkata)। বৃহস্পতিবার সকালে লালবাজারের কাছে ২১ নম্বর আর এন মুখার্জি...
Exit mobile version