Tuesday, November 4, 2025

কোভিডের টিকা নেননি, মায়ামি ওপেন খেলা হচ্ছে না জোকোভিচের

Date:

মায়ামি ওপেন খেলা হচ্ছে না টেনিস তারকা নোভাক জোকোভিচের। কোভিডের টিকা নেননি জোকোভিচ। আর সেই কারণেই আমেরিকা ভিসা দিল না জোকারকে। করোনার টিকা নেননি এমন কোন ব‍্যক্তিকে দেশে প্রবেশ করতে দিচ্ছে না আমেরিকা। সেই নিয়ম শিথিল করা হয়নি জোকোভিচের ক্ষেত্রেও। এই একই কারণেই ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পাননি জোকার।

এই নিয়ে মায়ামি ওপেনের ডিরেক্টর বলেন, “জোকোভিচকে যাতে ছাড় দেওয়া হয়, সে জন্য আমরা সব রকম চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। টেনিস বিশ্বের প্রথম সারির প্রতিযোগিতাগুলির মধ্যে রয়েছে মায়ামি ওপেন। আমরা সব সময় সেরা খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করি। আমাদের পক্ষে যা যা করা সম্ভব ছিল, সব কিছুই করেছি আমরা। প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছিলাম আমরা। কিন্তু বিষয়টা আমাদের হাতে নেই।”

আগামী ১১মে পর্যন্ত আমেরিকায় চলবে কোভিড জরুরি অবস্থা। এই পরিস্থিতিতে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে করোনার টিকা নেওয় বাধ্যতামূলক। টিকা না নিলে প্রবেশ নিষেধ। আর সেই কারণেই মায়ামি ওপেনে খেলা হচ্ছে না জোকোভিচের। আমেরিকার প্রশাসন তাঁর ভিসার আবেদন খারিজ করে দিয়েছে। এক্ষেত্রে ১১ মে-র পরও আমেরিকায় কোভিড জরুরি অবস্থা জারি থাকলে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউওপেনেও খেলার সুযোগ পাবেন না জোকোভিচ। এদিকে জোকারও অনড়, তিনি জানিয়েছেন খেলার জন‍্য কোভিডের টিকা তিনি নেবেন না। তেমন হলে তিনি খেলবেন না।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version