Monday, November 3, 2025

ট্যাংরার (Tangra) যুবককে খুনের অভিযোগে আগেভাগেই মূল অভিযুক্ত গুলাম রব্বানি সহ মোট চারজনকে গ্রেফতার (Arrest) করেছিল পুলিশ (Police)। কিন্তু ঝুনু রানা নামে ওই যুবকের দেহের কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। দেহ উদ্ধারের জন্য লাগাতার তল্লাশি অভিযান (Search Operation) চালিয়ে যাচ্ছে পুলিশ। আর এবার পুলিশের তরফে ড্রোন উড়িয়ে যুবকের দেহ উদ্ধারের চেষ্টা শুরু করল পুলিশ।

তবে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস হাতে এসেছে পুলিশের। পুলিশের প্রাথমিক অনুমান সেগুলি ঝুনু রানা নামে ওই যুবকের দেহেই ছিল। ইতিমধ্যে সেগুলি শনাক্ত করার জন্য পাঠানো হয়েছে। এদিকে পুলিশ সূত্রে খবর, দীপুর মারফত রব্বানির সঙ্গে পরিচয় হয়েছিল ঝুনুর। তবে তাদের পরিচয় খুব বেশি দিনের নয়। ধৃত রব্বানির দাবি, ওই যুবক তার স্ত্রীকে শ্লীলতাহানি করেছিল, সেই ক্রোধ থেকেই খুন করে করা হয়েছিল। সূত্রের খবর, ওই যুবকের দেহ খালে ফেলে দেওয়া কথা স্বীকারও করেছে রব্বানি।

পুলিশ সূত্রে আরও খবর, ঝুনুর দেহ লোপাট করতে রব্বানিকে সাহায্য করেছিল তার মামা শাহনওয়াজ। শাহনওয়াজ ও রব্বানির বৌ আয়েশা নূরকেও ইতিমধ্যে গ্রেফতার করেছে লালবাজার পুলিশ। এছাড়া দীপুকেও জেরা করা হচ্ছে। তবে রব্বানীর ফ্ল্যাটের দেওয়ালে নতুন রঙ দেখে প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে কোন ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়ে থাকতে পারে ঝুনুকে।

উল্লেখ্য, ঝুনুর পরিবার সূত্রে খবর, ৩ মার্চ থেকে নিখোঁজ ছিল ঝুনু। বিষয়টি নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছিল পরিবারের তরফে। তারপর ট্যাংরা থানার পুলিশের তরফে গাফিলতির অভিযোগ তুলে পরিবার লালবাজারের দ্বারস্থ হয়। গত বুধবার পরিবারের তরফে ট্যাংরা থানা ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয় বলে খবর।

 

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version