Monday, December 15, 2025

বাংলায় এখনই নির্বাচনী লড়াই নয়: কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত সপার

Date:

বাংলায় সংগঠন বৃদ্ধির কাজ চালিয়ে গেলেও, এখনই নির্বাচনী লড়াইয়ে নামবে না সমাজবাদী পার্টি (Samajwadi Party)। শনিবার কলকাতায় সপার জাতীয় কর্মসমতির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল। উত্তরপ্রদেশ নির্বাচন থেকে শিক্ষা নিয়ে সপা মনে করছে, উত্তরপ্রদেশের (Uttarpradesh) বিধানসভা ভোটে যেভাবে বিরোধী ভোট কাটাকাটি হয়েছে তাতে আদতে লাভ হয়েছে বিজেপিরই। লোকসভা নির্বাচনে যাতে উত্তরপ্রদেশের পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে বিশেষ মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। লোকসভা নির্বাচনে উপলক্ষ্যে যতদিন না জোট বা আসন সমঝোতা হচ্ছে ততদিন দেশ জুড়ে দল সংগঠন বিস্তারের কাজ চালিয়ে যাবে দল।

শনিবার সপার কর্মসমিতির বৈঠকে অংশ নিয়েছিলেন ৬৮ জন নেতা নেত্রী। যেখানে অখিলেশ, রামগোপাল যাদব এবং জয়া বচ্চন ২০২৪-এর লোকসভা ভোটে দলের রণকৌশল নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে উত্তরপ্রদেশের বাইরে বিভিন্ন রাজ্যে যেসব আসনে দলের জেতার সম্ভাবনা রয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলির নেতৃত্বকে তার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত তালিকা তৈরি করে প্রচারে নেমে পড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এই বৈঠকে শিবপাল যাদব অভিযোগ করেন, উত্তরপ্রদেশে বহুজন সমাজ পার্টি ওই রাজ্যে তলায় তলায় বিজেপিকে সাহায্য করছে। তিনি বলেন, মায়াবতীর দলের বিরুদ্ধেও রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হবে।

উল্লেখ্য, শুক্রবার থেকে কলকাতার মৌলালি যুবকেন্দ্রে শুরু হয়েছে সমাজবাদী পার্টির জাতীয় কর্মসমিতির বৈঠক। অখিলেশ যাদব থেকে শুরু করে জয়া বচ্চন, শিবপাল যাদব, কিরণময় নন্দের মতো তাবড় শীর্ষনেতারা উপস্থিত রয়েছেন বৈঠকে। প্রথমদিনই দলের প্রধান অখিলেশ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক স্তরে যোগাযোগ রেখে বিজেপি বিরোধী লড়াইয়ের কথা বলেছিলেন। মমতার মতো অখিলেশও মনে করেন, বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলি যে যেখানে শক্তিশালী, সেখানে তাদের সামনে রেখেই বিজেপি বিরোধী জোট গড়ে ওঠা উচিত। শুক্রবার কালীঘাটে তৃণমূলের শীর্ষ বৈঠকেও এই বিষয়টিকে সামনে রেখে আলোচনা হয়েছে। দলনেত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল লোকসভা ভোটে একাই লড়াই করার ক্ষমতা রাখে।

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...
Exit mobile version