Saturday, August 23, 2025

ডান্সবারে চটুল নাচ সুকান্ত-ঘনিষ্ট বিজেপি-নেতার! ক্ষু*ব্ধ গেরুয়া শিবিরের একাংশ

Date:

শুভেন্দু-সুকান্ত আধিপত্যে কোণঠাসা আদি বিজেপিরা! বঙ্গে গেরুয়া শিবিরের অস্তিত্ব নিয়ে শঙ্কিত তারা। তাদেরই টুইটার হ্যান্ডেল ‘সেভবেঙ্গলবিজেপি’ (savebengalbjp)-এ কলকাতায় উত্তর শহরতলির বিজেপি (BJP) সভাপতি ও বিজেপি যুব মোর্চার সভাপতির ছবি পোস্ট ও ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই অত্যন্ত অশালীন ভূমিকায় দেখা যাচ্ছে তাঁদের। এক তরুণীর সঙ্গে সবার সামনেই অত্যন্ত ঘনিষ্ট অবস্থায় রয়েছেন তাঁরা। নাচের ভিডিও পোস্ট করা হয়েছে।

যদিও এই ছবি ও ভিডিও-র সত্য়তা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। এঁরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) ঘনিষ্ঠ বলে দলের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

‘সেভবেঙ্গলবিজেপি’-র তরফ থেকে ওই পোস্ট বিজেপির সর্বভারতীয় সভপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অমিত মালব্য, বিএল সন্তোষ-সহ অনেক নেতাকেই ট্যাগ করা হয়েছে। অভিযোগ, এই ধরনের কাজের ফলে বাংলায় বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমনিতেই একুশের ভোটের পর থেকে বঙ্গে কোণঠাসা গেরুয়া শিবির। সামনে পঞ্চায়েত ভোট। সেখানে সব কেন্দ্রে প্রার্থী দিতে পারবে না বলে আশঙ্কা বিজেপি নেতাদেরই। এখন শাসকদলের নেতাদের সরাসরি দলে আহ্বান জানাচ্ছেন রাজ্য সভাপতি। সেখানে নেতাদের এই অশালীন কাজ দলকে আরও কালিমালিপ্ত করছে বলে অভিযোগ ‘সেভবেঙ্গলবিজেপি’।

দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে সভাপতির পদে বসানো ও পিছন থেকে শুভেন্দু অধিকারীর অঙুলি হেলন অনেক বিজেপি আদি নেতা-কর্মীই মেনে নিতে পারছেন না। তার উপর সুকান্ত-শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের ঔদ্ধত্য ও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় দলের অন্দরে আরও ক্ষোভের জন্ম দিচ্ছে বলে অভিযোগ।

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version