Tuesday, December 2, 2025

ফের হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা, কড়া পদক্ষেপ নিচ্ছে ইডি

Date:

Share post:

গোরুপাচার মামলায় সোমবারও হাজিরা দিলেন না অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল । এই নিয়ে দ্বিতীয় দিন হাজিরা এড়ালেন সুকন্যা । আজই হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যাকে।এরই পাশাপাশি, আজই দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল সুকন্যার গাড়ির চালক তুফান মিদ্যাকেও। হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৃপাময় ঘোষকেও। আসতে বলা হয়েছে অনুব্রতর বাড়ির রাঁধুনি ও লাভপুর কলেজের শিক্ষাকর্মী বিজয় রজককেও।

ইতিমধ্যেই গোরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। আদালতের নির্দেশের পর ধৃত মণীশ কোঠারিকে নিয়ে যাওয়া হবে তিহার জেলে। আর এমনই এক পরিস্থিতিতে হাজিরা এড়ালেন অনুব্রত কন্যা।

হাজিরা এড়ানোয় সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বার্তা দিয়েছেন তদন্তকারীরা। সুকন্যার আইনজীবী মারফত তাঁর কাছে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে। এর আগে কেষ্ট কন্যাকে গত বুধবার দিল্লিতে ডেকে পাঠানো হয়। কিন্তু, ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে সেদিন তিনি হাজিরা এড়িয়েছিলেন।

বুধবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে দিল্লিতে তলব করা হয়েছিল। তাঁকে বাবার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে ED। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল এমনটাই। কিন্তু, তিনি হাজিরা এড়ানোয় সেই পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। এদিকে আপাতত আদালতের নির্দেশে ED হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁকে নিয়মিত জেরা করছেন ED আধিকারিকরা। সে ক্ষেত্রে সুকন্যাকেও বাবার মুখোমুখি বসানো হতে পারে দিল্লিতে।

 

spot_img

Related articles

শুভেন্দুকে ‘কুকুরের’ সঙ্গে তুলনা! ‘সেবাশ্রয়’-এ আশ্রয় দেওয়ার বার্তা দেবাংশুর

সোমবারই শুরু হয়েছে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় (Sebaashray 2) ক্যাম্প। আর সেই সোমবারেই...

কি চান লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাব? রোহিঙ্গা-অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া মন্তব্য প্রধান বিচারপতির

"আপনারা কি চান? আমরা লাল কার্পেট বিছিয়ে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাব?" রোহিঙ্গা (Rohingya) অনুপ্রবেশ নিয়ে মামলায় কড়া প্রশ্ন তুললেন...

বিসিসিআইয়ের মিটিংয়ের আগেই রোহিত-বিরাটের সঙ্গে আলোচনায় জাতীয় নির্বাচক

বুধবার দ্বিতীয়  একদিনের ম্যাচের আগে হেড কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই কর্তাদের। কিন্ত...

ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ফেরত! বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা। পাওনা না দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অভিযোগ রাজ্যক শাসকদলের। এই নিয়ে ফের কেন্দ্রের...