Sunday, November 2, 2025

এশিয়া কাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে বিসিসিআই, সুর বদল অনুরাগ ঠাকুরের

Date:

২০২৩ এশিয়া কাপ ক্রিকেট আয়োজন নিয়ে গত বছর থেকেই ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে দড়ি টানাটানি চলছে। এবছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপর। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে রাজি নয় ভারত। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও আয়োজনের দায়িত্ব ছাড়তে নারাজ। এই অবস্থায় সোমবারই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে দুবাইয়ের বৈঠকে।

আজ ICC ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে এশিয়া কাপ আয়োজন সংক্রান্ত বিষয়ে। তাদের দেশে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে ভারত যে আপত্তি তুলেছে, তা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান নাজম শেট্টির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল দুবাই গিয়েছেন। তাঁরা ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট জয় শাহর সঙ্গেও আলোচনা করবেন।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thkaur) সাফ জানিয়ে দিলেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ডই। প্রসঙ্গত, নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে পাঠাতে নারাজ কেন্দ্র। ফলে এই টুর্নামেন্টে রোহিত শর্মারা নামতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।গত বছর অক্টোবর মাসে অবশ্য অনুরাগ বলেছিলেন, ভারতীয় দল (Indian Cricket Team) পাকিস্তানে খেলতে যাবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে রবিবার তিনি বলেন, “ভারত আদৌ এশিয়া কাপে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই (BCCI)। বোর্ডের তরফে যা বলা হবে, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে ক্রীড়া মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক।”

 

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version