Monday, January 12, 2026

নজরে মস্কোর বৈঠক! গ্রে.ফতারি পরোয়ানা জারির পরেও মুখোমুখি পুতিন-জিনপিং  

Date:

Share post:

দিন কয়েক আগেই আন্তর্জাতিক আদালতের (International Crime Court) তরফে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হয়েছে। আর এই আবহেই এবার মুখোমুখি হলেন প্রিয় বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। সোমবারই রাশিয়া পৌঁছে গিয়েছেন চিনের প্রেসিডেন্ট (President of China)। জানা গিয়েছে তাঁকে সাদরে অভ্যর্থনাও জানিয়েছেন পুতিন। তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিদেশ সফরে গেলেন জিনপিং। পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, আর সেই আবহেই এবার পুতিনের পাশেই দাঁড়ালেন বন্ধু শি জিনপিং।

রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার দুপুরেই রাশিয়ার রাজধানী মস্কোতে (Moscow) পৌঁছেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিনই দুজনের মধ্যে বৈঠক হওয়ার কথাও জানা গিয়েছে। তবে সূত্রের খবর, মস্কোর বৈঠকে যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে সেই সংঘাত সমাধানে চিনের বেশ কিছু প্রস্তাব রয়েছে। তাই নিয়েই দুজনের মধ্যে আলোচনা হতে পারে। জিনপিংকে যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থান জানাবেন পুতিন। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অপরাধ দমন আদালত পুতিনকে যুদ্ধপরাধী ঘোষণা ও গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করার পর এই প্রথম কোনও দেশের প্রধান হিসেবে জিনপিং পুতিনকে পাশে থাকার আশ্বাস দিতে তাঁরই দেশে গেলেন।

যদিও চিনের প্রেসিডেন্ট মস্কোয় পা দেওয়ার আগে আন্তর্জাতিক আদালতের ঘোষণাকে কটাক্ষ করেছে মস্কো। পাশাপাশি, ইউক্রেন পরিস্থিতি নিয়ে অত্যাধিক বেশি মাথা ঘামাচ্ছে আমেরিকা, এমনটাই দাবি পুতিন প্রশাসনের। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন, চিনের প্রেসি়ডেন্টের সঙ্গে বৈঠক নিয়ে তাঁর উচ্চাকাক্ষা রয়েছে। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে যেভাবে পুতিন ও রাশিয়াকে একঘরে করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা ও পশ্চিমি দুনিয়ার দেশগুলি, তার জবাবে চিনের রাশিয়ার পাশে দাঁড়ানোয় দুই দেশের শক্তি যে নয়া বার্তা দেবে তা দিনের আলোর মতো পরিষ্কার।

 

 

 

spot_img

Related articles

ফের SIR আতঙ্কে মৃত্যু বৃদ্ধার

ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ! মৃত বৃদ্ধার নাম অনিতা বিশ্বাস (৭৫)। তিনি উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া পুর...

প্রতি বছরের মতো স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা নিবেদন অভিষেকের

প্রতি বছরের মতো এবারও স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের (TMC) সর্বভাতীয়...

হাওড়া থেকে গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য

কবাডি খেলোয়াড়কে খুনের পর থেকেই পলাতক! পঞ্জাব থেকে হাওড়া, গা-ঢাকা দিয়েও শেষ রক্ষা হয় নি। অবশেষে পুলিশের জালে...

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এসআইআর হয়রানি যে বাংলার বৈধ ভোটারদের হয়রান করার জন্য, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার...