Saturday, November 22, 2025

নজরে মস্কোর বৈঠক! গ্রে.ফতারি পরোয়ানা জারির পরেও মুখোমুখি পুতিন-জিনপিং  

Date:

Share post:

দিন কয়েক আগেই আন্তর্জাতিক আদালতের (International Crime Court) তরফে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হয়েছে। আর এই আবহেই এবার মুখোমুখি হলেন প্রিয় বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। সোমবারই রাশিয়া পৌঁছে গিয়েছেন চিনের প্রেসিডেন্ট (President of China)। জানা গিয়েছে তাঁকে সাদরে অভ্যর্থনাও জানিয়েছেন পুতিন। তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিদেশ সফরে গেলেন জিনপিং। পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন, আর সেই আবহেই এবার পুতিনের পাশেই দাঁড়ালেন বন্ধু শি জিনপিং।

রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার দুপুরেই রাশিয়ার রাজধানী মস্কোতে (Moscow) পৌঁছেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিনই দুজনের মধ্যে বৈঠক হওয়ার কথাও জানা গিয়েছে। তবে সূত্রের খবর, মস্কোর বৈঠকে যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে সেই সংঘাত সমাধানে চিনের বেশ কিছু প্রস্তাব রয়েছে। তাই নিয়েই দুজনের মধ্যে আলোচনা হতে পারে। জিনপিংকে যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থান জানাবেন পুতিন। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক অপরাধ দমন আদালত পুতিনকে যুদ্ধপরাধী ঘোষণা ও গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি করার পর এই প্রথম কোনও দেশের প্রধান হিসেবে জিনপিং পুতিনকে পাশে থাকার আশ্বাস দিতে তাঁরই দেশে গেলেন।

যদিও চিনের প্রেসিডেন্ট মস্কোয় পা দেওয়ার আগে আন্তর্জাতিক আদালতের ঘোষণাকে কটাক্ষ করেছে মস্কো। পাশাপাশি, ইউক্রেন পরিস্থিতি নিয়ে অত্যাধিক বেশি মাথা ঘামাচ্ছে আমেরিকা, এমনটাই দাবি পুতিন প্রশাসনের। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন, চিনের প্রেসি়ডেন্টের সঙ্গে বৈঠক নিয়ে তাঁর উচ্চাকাক্ষা রয়েছে। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে যেভাবে পুতিন ও রাশিয়াকে একঘরে করতে উঠে পড়ে লেগেছে আমেরিকা ও পশ্চিমি দুনিয়ার দেশগুলি, তার জবাবে চিনের রাশিয়ার পাশে দাঁড়ানোয় দুই দেশের শক্তি যে নয়া বার্তা দেবে তা দিনের আলোর মতো পরিষ্কার।

 

 

 

spot_img

Related articles

আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস! তীব্র নিশানা কুণালের, রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজনহারা পরিবার

সি ভি আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস। গত বছর ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুরের চোপড়ায় BSF-এর খোঁড়া ড্রেনে মাটি...

বেলাশেষে কুলদীপের স্পিনে চাপমুক্তি, আটকাতে হবে প্রোটিয়াদের বড় রান

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের(Test) বেলাশেষে খেলায় ফিরল ভারত(India)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া...

দিনে দুপুরে কসবার গেস্ট হাউস থেকে দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শনিবার দুপুরে কসবার(Kasba) গেস্ট হাউস(Guest House) থেকে দেহ উদ্ধার। কসবার একটি শপিং মলের পিছনের দিকে রাস্তাতে অবস্থিত এই...

ফের মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা! প্রায় ঘণ্টাখানেক ব্যাহত পরিষেবা

সাতদিনে দ্বিতীয়বার। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে (Metro Station) ডাউন লাইনে (Down Line) ফের ঝাঁপ। ৪৫ মিনিট মেট্রো পরিষেবা...