Wednesday, May 7, 2025

তিনি নিজে অভিনয় জগতের মানুষ। কিন্তু রাজনীতির সঙ্গে তাঁর যোগ ওতোপ্রত। বিয়েও করছেন সামাজবাদী পার্টির এক নেতাকে। সেই স্বরা ভাস্করের বিয়ের রিসেপশনে আমন্ত্রণ ছিল জাতীয় রাজনীতির প্রথম সারির নেতৃত্বের। নিমন্ত্রণ ছিল বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)। কিন্তু দলীয় বৈঠক, প্রশাসনিক দায়দায়িত্ব সামলে আর গিয়ে উঠতে পারেননি তিনি। স্বরা-ফাহাদকে শুভেচ্ছা জানিয়েছে চিঠি দেন মমতা। সেই চিঠি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে পাল্টা করেন স্বরা।

১৬ ফেব্রুয়ারি ফাহাদ আহমদের সঙ্গে আইনি বিয়ে সারেন স্বরা ভাস্কর (Swara Bhaskar)। এক মাসের মাথায় দিল্লিতে (Delhi) সামাজিক বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের পর হয় রিসেপশন। বিনো দুনিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন অখিলেশ যাদব, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, জয়া বচ্চনের মতো ব্যক্তিত্বরাও। রিসেপশনে আমন্ত্রণ জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রীকেও। তবে নানা ব্যস্ততায় যেতে পারেননি মমতা। বদলে শুভেচ্ছা জানিয়ে স্বরার মা-বাবাকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠান তিনি। সেখানে লেখেন,
“আপনাদের মেয়ে স্বরার বিয়ের আমন্ত্রণপত্র পেয়েছি। স্বরা ও ফাহাদকে আমার অনেক শুভেচ্ছা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওঁরা ভাল থাকুক। দু’জনকেই নতুন জীবনের শুভেচ্ছা।” মুখ্যমন্ত্রীর সেই চিঠি টুইটারে শেয়ার করেন অভিনেত্রী। ধন্যবাদ জানিয়ে স্বরা লেখেন, “আপনার অনুপস্থিতি আমরা অনুভব করেছি। তবে আপনার আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেল।”

বিখ্যাত ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইনার পোশাক ছিল নবদম্পতির পরনে। উজ্জ্বল গোলাপি লেহেঙ্গা, সঙ্গে ভারী গয়নায় অপরূপ দেখাচ্ছিল স্বরাকে। ফাহাদের পরেন ক্রিম রঙের শেরওয়ানি।

 

 

Related articles

উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

চলতি বছরের উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় রয়েছেন ৭২ জন। যার মধ্যে কলকাতার চারজন পরীক্ষার্থীর নাম রয়েছে। অষ্টম...

মন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

রাতে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলা। মৃত অন্তত ৯০ জঙ্গি। ভারতীয় সেনার পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়,...

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...
Exit mobile version