সাংসদরাই শুধু সংবিধান পাল্টাতে পারেন: বিচারপতি নিয়োগ নিয়ে মন্তব্য ধনকড়ের

দেশের সংবিধান বদলের পরিকল্পনা করার অধিকার শুধুমাত্র সাংসদদের(MP)। বিচারব্যবস্থা বা কোনও প্রতিষ্ঠান এটা করতে পারে না। এবার রাজ্যসভাতে এমনটাই জানালেন দেশের উপরাষ্ট্রপতি(Vice Precident) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। সাম্প্রতিক সময়ে দেশের বিচারপতি নিয়োগ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময়ে ধনকড়ের এহেন মন্তব্য বিতর্ক বাড়িয়ে তুলেছে।

রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে ধনকড় বলেন, “সংবিধান যদি পালটাতে হয়, তাহলে সেটা সংসদের মধ্যে থেকেই শুরু করতে হবে। আধিকারিক বা বিচারব্যবস্থা সঙ্গে জড়িতরা সংবিধান পালটাতে পারে না। সংসদ থেকেই শুরু করে সংসদেই শেষ হয় সংবিধান বদলের প্রক্রিয়া। সেখানে অন্য কোনও বিভাগের কোনও ভূমিকাই নেই।”

উল্লেখ্য, দেশের বিচারপতি নিয়োগে কলেজিয়াম প্রথার বিরোধিতায় আগেই সরব হয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া এখন চলছে, সেটাও পালটানো দরকার। দরকার পড়লে সংবিধান সংশোধন করতে হবে। এর পাশাপাশি কলেজিয়াম প্রথার পক্ষে থাকা কিছু অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে সরব হয়ে রিজিজু বলেন, কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি, এই ৩-৪ জন। আর কিছু সমাজকর্মী ভারত-বিরোধী গ্যাংয়ের মতো আচরণ করছেন। ওরা চাইছেন আদালত বিরোধী দলের ভূমিকা পালন করুক। পাশাপাশি বিচারপতি নিয়োগে সাংসদ বিধায়কদের ভূমিকা থাকার পক্ষেও সরব হন তিনি। রিজিজুর সেই মন্তব্যের পক্ষেই এবার সওয়াল করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

Previous articleপ্রীতম কোটাল-বিশাল‍ কাইথদের মিষ্টি উপহার মুখ‍্যমন্ত্রীর
Next articleস্বরা ভাস্করকে কেন চিঠি লিখলেন মমতা! পাল্টা টুইট অভিনেত্রীরও