Sunday, August 24, 2025

আইএসএল চ‍্যাম্পিয়ন এটিকে মোহনবাগানকে অভিনন্দন জানাতে সোমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে এলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এলেন, মন জয় করলেন। ফুটবলারদেল মিষ্টি, ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানালেন মুখ‍্যমন্ত্রী।

ঘড়ির কাটায় ঠিক তখন ১২:১৫ মিনিট, মোহনবাগান ক্লাব তাঁবুতে পা রাখলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোনাধ‍্যায়। মাঠে মুখ‍্যমন্ত্রী ঢুকতে জয় মোহনবাগান স্লোগানে ভেসে উঠল সবুজ মেরুন ক্লাব। মঞ্চে উঠে সকলের উদ্দেশে হাত নারান মুখ‍্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সভাপতি টুটু বসু, উপস্থিত রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। উপস্থিত ছিলেন বিনয় চোপড়া। ফুটবলারদের মধ‍্যে উপস্থিত ছিলেন বাগান অধিনায়ক প্রীতম কোটাল, কিয়ান নাসিরি, শুভাশিস বসু, বিশাল কাইথ, জনি কাউকোরা। এদিন অনুষ্ঠান মঞ্চে ফুটবলারদের সঙ্গে হাত মেলান মুখ‍্যমন্ত্রী, ট্রফি দেখেন, দেবাশিস দত্ত সেরা গোলরক্ষকের গ্লাভস দেখান এবং আইএসএল ট্রফি দেখান মুখ‍্যমন্ত্রীকে। এরপর ফুটবলারদের সঙ্গে ট্রফি হাতে নেন মুখ‍্যমন্ত্রী। ফুটবলারদের মিষ্টি উপহার দেন মুখ‍্যমন্ত্রী। সেইসময় উপস্থিত হাজার হাজার দর্শক জয় মোহনবাগান স্লোগানে ক্লাব মাঠে ঝড় তোলে। এরপর দেবাশিস দত্ত ফুলের স্তবক এবং মিষ্টি হাতে তুলে দেন মুখ‍্যমন্ত্রী হাতে।

 

এদিন মোহনবাগানের তরফ থেকে জুয়ান ফেরান্দোকে উত্তরীয় এবং রসগোল্লা দিয়ে সংবর্ধনা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ক্লাবের পক্ষ থেকে অধিনায়ক প্রীতম কোটালকে সংবর্ধনা দেন মুখ‍্যমন্ত্রী। সংবর্ধনা সব ফুটবলারদের। জনি কাউকো, তিরিকে সংবর্ধনা। ইস্টবেঙ্গলের তরফ থেকে ফুল এবং মিষ্টি পাঠানো হয়। অনুষ্ঠান শেষে সমর্থকদের উদ্দেশে বল ছোড়েন মুখ‍্যমন্ত্রী।

আরও পড়ুন:ভারত সেরা মোহনবাগান, বিশ্ব সেরা হবে: আরও ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 


 

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version