Wednesday, August 27, 2025

অবশেষে কাটল জট। আগামিকাল, বুধবার দুপুরে সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেসের জয়ী প্রার্থী।বায়রন বিশ্বাসের (Bairan Biswas) শপথ। দুপুর ১টায় বিধানসভায় বায়রন বিশ্বাসকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। গত ২ মার্চ ভোটের ফলপ্রকাশ ২০দিনের মাথায় এবার বিধায়ক পদে শপথ।

একুশের ভোটে শুন্য হয়ে যাওয়ার পর কংগ্রেসের কাছে বায়রনের জয় যেন পড়ে পাওয়া চোদ্দ আনা! সাগরদিঘি উপনির্বাচনে বায়রন বিশ্বাসের জয়ের মধ্যে দিয়ে বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস। তবে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পর বেশ কয়েকদিন কেটে গেলেও বিধায়ক হিসেবে তাঁর শপথ গ্রহণে বিলম্ব হয়।

শপথে কেন দেরি? জানতে গত সপ্তাহে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করেন বায়রন বিশ্বাস। রাজ্যপাল দিন ঠিক করবেন, জানান অধ্যক্ষ এবং পরিষদীয় মন্ত্রী। সাধারণত বিধানসভায় অধিবেশন চলাকালীন, জয়ী প্রার্থীদের শপথের আয়োজন করা হয়। বিধানসভায় বাজেট অধিবেশন চলার মধ্যেও বায়রন বিশ্বাসের শপথ হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলেছিল কংগ্রেস।

এ প্রশ্নের উত্তরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জয়ী প্রার্থী কবে শপথ নেবেন, তা ঠিক করেন রাজ্যপাল। রাজভবনের তরফ থেকে এখনও সেরকম কোনও বার্তা আসেনি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা রাজ্যপাল চূড়ান্ত করেন, তার তরফ থেকে নোটিস এলেই আমরা বিষয়টি দেখে নেব।” অন্যদিকে পরিষদীয় মন্ত্রী জানিয়েছেন, বায়রন বিশ্বাসের শপথ গ্রহণের দিন চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে, রাজভবনের কাছে আর্জি জানানো হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “রাজভবনে একটা কাগজ পাঠাতে হয়, সেটা পাঠিয়েছি, রাজভবন ঠিক করবে কবে শপথগ্রহণ হবে, এতে কোনও বিতর্ক নেই।” অবশেষে রাজভবন বিজ্ঞপ্তি জারি করতেই বায়রনের শপথ গ্রহণের আয়োজন করে বিধানসভা।

এদিকে, বায়রন বিশ্বাসের শপথের আগে একটি অডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সাগরদিঘির জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন ধুলিয়ান টাউন তৃণমূল কংগ্রেসের নেতা সঞ্জয় জৈনকে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছেন বলে অভিযোগ। তৃণমূল নেতাকে মারধর করারও হুমকি দেওয়া হচ্ছে। তবে সেই কন্ঠস্বর বায়রন বিশ্বাসের কি-না তা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ।

 

Related articles

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...

পুজোর মেনুতে নতুন স্বাদ: বড় নির্দেশ রুফ-টপ রেস্তোঁরা নিয়ে

পুজোর মরশুম মানেই পেটপুজোর মরশুম। আর তাতে আলাদা মাত্রা যোগ করে শহরের রুফ টপ রেস্তোঁরাগুলি (roof top restaurant)।...

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...
Exit mobile version