Wednesday, November 5, 2025

পুজোর থিমের (Durga Puja Theme) চমকে দর্শনার্থীদের মনে বিশেষ জায়গা করে নেন মণ্ডপ শিল্পীরা। থিমশিল্পী বন্দন রাহার (Bandan Raha) নামটাও এভাবেই উঠে এসেছিল আজ থেকে বেশ কিছু বছর আগে। ২০০১ সালের পুজোয় কসবায় ভাঁড়ের মণ্ডপ (Clown Pavilion)তৈরি করে পুজোপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছিলেন বন্দন রাহা (Bandan Raha)। মঙ্গলবার সকালে বাগুইআটি এলাকায় জগৎপুরের তাঁর এক আত্মীয়ের বাড়িতে শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, বন্দন বাগুইআটির আদর্শপল্লির ভাড়াবাড়িতে আত্মহত্যা করেছেন। ৫৪ বছর বয়সি শিল্পীর মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার তথা শিল্পীমহল।

যত দিন যাচ্ছে তত বাড়ছে থিমের জাঁকজমক। কিন্তু আজ থেকে ২২ বছর আগে এই ধরণের ভাবনার সঙ্গে বাঙালি তথা কলকাতাবাসী সেভাবে পরিচিত ছিলেন না। কলকাতার দুর্গাপুজোয় থিমের প্রথম সফল রূপকার বন্দন সাহা। ২০০১ সালে ভাঁড়ের প্যান্ডেল করে প্রথম লাইমলাইটে আসেন শিল্পী বন্দন রাহা। কলকাতায় চট, প্লাই বা কাপড়ের মণ্ডপ তৈরি হলেও কোনও একটি জিনিস দিয়ে মণ্ডপ বানানোর কারিগরদের মধ্যেও তিনিই প্রথম বলে মনে করা হয়। আজও মানুষ ভুলতে পারেননি তাঁর সৃষ্টি। জেলা থেকে মানুষের ভিড় উপচে পড়েছিল তিলোত্তমায় বোসপুকুর শীতলামন্দিরের দুর্গা মণ্ডপ দেখার জন্য। ভাঁড়ের মণ্ডপের ভাবনা দিয়ে এক অন্যরকমের সৃজনশীলতার পরিচয় দিয়েছিলেন তিনি।

পরিবার সূত্রে খবর পিকনিক গার্ডেনে তাঁর বাড়ি হলেও স্ত্রীর সঙ্গে খুব একটা ভাল সম্পর্ক ছিল না তাঁর। দীর্ঘদিন ধরে দাদার সঙ্গে বাগুইআটিতেই থাকতেন। শারীরিক ভাবে অসুস্থও ছিলেন। অ্যালজাইমার রোগেও আক্রান্ত ছিলেন বলে দাবি পরিবারের। তবে বেশ কিছুদিন ধরে খুব একটা কাজকর্ম ছিল না তাঁর, ফলে মানসিক অবসাদেও ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, অবসাদ থেকেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছিলেন শিল্পী।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version