Saturday, August 23, 2025

নিশীথ মামলায় আদালতে তুমুল বাকবিতণ্ডা রাজ্য ও কেন্দ্রের আইনজীবীর

Date:

নিশীথ প্রামাণিকের(Nishith Pramanik) কনভয়ে হামলার ঘটনায় আদালতে তুমুল বাকবিতণ্ডায় জড়ালেন কেন্দ্র ও রাজ্যের আইনজীবী। পাশাপাশি এদিন নিশীথ কাণ্ডে শুভেন্দু অধিকারীর(Shuvendu Adhikari) করা জনস্বার্থ মামলায় কেস ডায়েরি তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ(Devision Bench)। চলতি সপ্তাহেই কেস ডায়েরি পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের তরফে।

এই মামলায় রাজ্যের তরফে আদালতের কাছে যে রিপোর্ট পেশ করা হয়েছে। কোচবিহার পুলিশের এএসপির পেশ করা রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটা পৌঁছে যাওয়ার পর অজ্ঞাত কারণে বুরিহাটের দিকে ফিরছিলেন। তারপর ইচ্ছাকৃতভাবে তৃণমূল পার্টি অফিসের দিকে কনভয় এগিয়ে যাচ্ছিলেন। তৃণমূল সমর্থকেরা পুলিশের পিছনে ছিল। বিজেপি সমর্থকেরা তৃণমূল সমর্থকদের নানা ভাবে উত্তেজিত করে বলেও রিপোর্টে দাবি। একইসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, “বিজেপি সমর্থকদের হাতে লাঠি, হকি স্টিক, ধারাল অস্ত্র ছিল। হটাৎ বিজেপি সমর্থকেরা লাঠি, ঢিল ছুড়তে শুরু করে তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত কোনও বোমা মারার প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ ভিড় কমাতে ‘stun grenades’ ব্যবহার করেছিল। তার শব্দ শুনে থাকতে পারে মানুষ।

পাশাপাশি এই মামলায় সুনানি চলাকালীন তীব্র বাকবিতণ্ডায় জড়ান রাজ্য ও কেন্দ্রের আইনজীবীরা। রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, শুভেন্দু অধিকারী আর কেন্দ্রীয় সরকারের একই আইনজীবী, একই কথা বলছেন আদালতে। পাশাপাশি তিনি বলেন, মামলাকারী শুভেন্দু অধিকারীর এই মামলা করার আসল উদ্দেশ্য ঘটনার রহস্যভেদ করা নয়। উদ্দেশ্য আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলকে দমন করার চেষ্টা চলছে, এটা দেখানোর চেষ্টা করেছেন মামলাকারী। এরপর পাল্টা রাজ্যের আইনজীবীকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলে কটাক্ষ করেন ডেপুটি সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তিনি বলেন, নিশীথের কনভয় হামলায় মোট ৩টি এফআইআর দায়ের হয়েছে। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃত ভাবে লোকানো হয়েছে আদালতের কাছে।

Related articles

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...
Exit mobile version