Friday, August 22, 2025

মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক, অস্তিত্ব সচেতনতা তৈরি করতে এক অন্য ধরনের উদ্যোগ নিয়েছিল মার্লিন গ্রপ। কলকাতায় নেচার ফটোগ্রাফিকে কেন্দ্র করে  চলতি মাসের ১১ এবং ১২ মার্চ  অনুষ্ঠিত হল ফটোগ্রাফি কন্টেস্ট এবং ওয়ার্কশপ।  আজ সেই  লেন্সবন্দি ছবিগুলি নিয়ে প্রদর্শনী হয়।

এই প্রতিযোগিতার বিচারক এবং গাইড হিসাবে  ছিলেন, চিত্রগ্রাহক পুবারুন বসু এবং বিশাখা দত্ত। আজ অনুষ্ঠিত হল পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  উপস্থিত ছিলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান  সুশীল মোহতা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং চিত্রগ্রাহক সব্যসাচী চক্রবর্তী, অভিনেতা-পরিচালক অরিন্দম শীল, পরমব্রত চ্যাটার্জি এবং ঋতব্রত মুখার্জি। সব্যসাচী চক্রবর্তী নিজের ফটোগ্রাফি জীবনের কিছু টুকরো টুকরো অভিজ্ঞতা  তুলে ধরেন।

মার্লিন গ্রিন ফ্রেম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পল্লব রায় চৌধুরী। ল্যান্ডস্কেপ বা প্রকৃতি বিষয়ক বিভাগে প্রথম স্থান অধিকার করেন এলিজ সুজুকি এবং রানার আপ হয়েছেন পৃথা রায়।  পাখি বিভাগে  প্রথম হয়েছেন পল্লব রায় চৌধুরী, এবং রানার আপ হয়েছেন প্রদীপ্ত মৌলিক।

লাইফ ইন অ্যাকশন বিভাগে প্রথম হয়েছেন অরিন্দম সাঁতরা এবং রানার আপ হয়েছেন এলিজ সুজুকি। ফ্লোরা এন্ড ফনা বিভাগে প্রথম হয়েছেন অভিষেক পাল এবং রানার আপ হয়েছেন সৌমাল্য দাস৷ ম্যাক্রো বিভাগে প্রথম স্থান পেয়েছেন সুমন ব্যানার্জি এবং রানার আপ  হয়েছেন অরিন্দম সাঁতরা।

উদ্যোক্তাদের বক্তব্য, এই ধরনের উদ্যোগের আয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগকে সফল করতে  এগিয়ে এসছিল সনি ইন্ডিয়া।

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version