Wednesday, November 5, 2025

ফের মোদিকে চ্যালেঞ্জ নীতীশের, কংগ্রেসের থেকেও সমদূরত্বের বার্তা বিহারের মুখ্যমন্ত্রীর

Date:

এবার সরাসরি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের চ্যালেঞ্জের মুখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে চাপে রাখলেন সোনিয়া ও রাহুল গান্ধীকেও। পাটনায় জেডিইউ-এর রাজ্য শাখার সদর দফতরে বিশাল আকারের ফ্লেক্স লাগানো হয়েছে। তার যেখানে নীতীশ কুমারের মুখ এবং একগুচ্ছ স্লোগান—”মন কি নেহি…কাম কি বাত”, “জুমলা নেহি… হকিকৎ হ্যায়”, “সূচনা হয়েছে, এবার পরিবর্তন হবে”। লোকসভা ভোটের আগে অবিজেপি দলগুলিকে বার্তা দিতেই নীতীশের এমন উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:১০০-র পাল্টা ‘প্রধানমন্ত্রীত্বের লোভ’! নীতীশকে কটাক্ষ বিজেপির

একটু গভীরে ভাবলে বোঝা যাবে স্লোগানগুলি খুব তাৎপর্যপূর্ণ। বিহারে পরবর্তী বিধানসভা ভোট ২০২৫ সালে। বর্তমান বিহার সরকারের ক্ষমতায় নীতীশ কুমারই। সুতরাং, ইঙ্গিত স্পষ্ট, এবার তিনি কেন্দ্রে বদলের পক্ষে। কিন্তু হঠাৎ করে এমন প্রচার কেন? যা নিয়ে জাতীয় রাজনীতিতে জল্পনা চরমে। সবার একটাই প্রশ্ন—এবার কি সরাসরি নিজেকে বিজেপি বিরোধী ফ্রন্টের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে শুরু করে দিলেন নীতীশ?

“বিগ-বস” মনোভাবাপন্নের কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটের সম্ভাবনায় শুরুতেই জল ঢেলে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সপার শীর্ষনেতা অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালরা। এবার নীতীশও সেই পথে। সব মিলিয়ে লোকসভা ভোট যত এগিয়ে আসছে অকংগ্রেসি নতুন বিরোধী জোট গঠনের উদ্যোগ ততই বাড়ছে।

অন্যদিকে, সাত রাজ্যের অকংগ্রেসি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দিল্লিতে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার ছাড়াও রয়েছেন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, কেরলের পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও (কেসিআর) অন্যতম। যদিও ১৮ মার্চের সেই কর্মসূচি বাস্তবায়িত হয়নি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়েছেন কেসিআর। তৃণমূল নেত্রী অবশ্য কিছুদিনের মধ্যে দিল্লি সফরে যাবেন বলে শোনা যাচ্ছে। তার আগে আজ, মঙ্গলবার আর এক অবিজেপি-অকংগ্রেসি রাজ্য ওড়িশা সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।

 

 

Related articles

SIR-NRC আতঙ্কে আত্মহত্যা ভাঙড়ে, পরিবারের পাশে শওকত মোল্লা

ফের এসআইআর-এনআরসি(SIR-NRC) আতঙ্কে আত্মহত্যা। ভাঙড়ে(Bhangar) মৃতের সফিকুল গাজি(Safikul gazi)। বুধবার সকালে বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাঁর মৃতদেহ। কান্নায়...

কেন্টাকির লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা!

টেক অফের সময় বিপত্তি, ইউপিএস কার্গো বিমানে (UPS Cargo Flight) হঠাৎ বিস্ফোরণ! মুহূর্তের মধ্যে পুড়ে ছাই ম্যাকডোনেল ডগলাস...

SIR বিরোধিতায় ঠাকুরনগরে অনশন মতুয়া সম্প্রদায়ের একাংশের

এসআইআরের (SIR) কারণে এক কোটির বেশি মতুয়া সম্প্রদায় মুক্ত মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়বেন। বিজেপি ইচ্ছাকৃতভাবে চক্রান্ত...

হরমনপ্রীতের নয়া কীর্তি: ‘বাহুবলী কন্যার’ বাহুতে বিশ্বকাপ

দীর্ঘ অপেক্ষার অবসন ঘটিয়ে হরমনপ্রীত কৌরের(Harmanpreet Kaur )হাতে উঠেছে বিশ্বকাপ ট্রফি(ICC World Cup)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সোনালী ফ্রেমে...
Exit mobile version