১০০-র পাল্টা ‘প্রধানমন্ত্রীত্বের লোভ’! নীতীশকে কটাক্ষ বিজেপির

বিরোধীরা একজোট হলে আগামী লোকসভা নির্বাচনে ১০০ আসনে গুটিয়ে যাবে বিজেপি (BJP)। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar) এই মন্তব্যের পাল্টা ‘১০০-র টক্কর’ দিল বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravishankar Prasad) নীতীশকে তোপ দেগে বলেন, তাঁর প্রধানমন্ত্রী হওয়ার শখ কোনওদিন পূরণ হবে না।

রবিশঙ্কর প্রসাদ কটাক্ষ করে বলেন, এনডিএ-তে (NDA) থাকাকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন নীতীশ কুমার। “বিহার শাসন করতে পারতেন না, অথচ প্রধানমন্ত্রী হওয়ার জন্য হাতেপায়ে ধরতেন।” প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, নীতীশ নিজের দল সামলাতে পারছেন না। কংগ্রেস ওনাকে পাত্তা দিচ্ছে না। “আপনি কি দেবগৌড়া বা ইন্দ্রকুমার গুজরাল হতে চান?” আরেক বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের দাবি, ১৭ বছরে বিহারে কিছুই করতে পারেননি নীতীশ কুমার। তিনি আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন! অথচ এই ১৭ বছরের অনেকটা সময় বিজেপি বিহারে নীতীশ কুমারের দলের সঙ্গে জোট করেই সরকার চালাত। তাহলে তারা যদি জানতই নীতীশ কুমার কিছু করতে পারছেন না, তাহলে তাঁকে মুখ করে বিহারে নির্বাচনে লড়েছিল কেন! এ প্রশ্নের উত্তর অবশ্য দেননি বিজেপি নেতৃত্ব। বিজেপির আসন ১০০-র নীচে নেমে যাবে- নীতীশের এই দাবিতে কি সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির!

আরও পড়ুন- মাসুল বাড়া নিয়ে টানাপোড়েন,কেবল টিভিতে বন্ধ অধিকাংশ পে চ্যানেল

 

 

Previous articleঅজিদের বিরুদ্ধে দুই টেস্ট এবং একদিনের সিরিজের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, রাহুলকে শাস্তি বোর্ডের
Next articleমুম্বইয়ের বিরুদ্ধে ১-০ গোলে জয় লাল-হলুদের