Sunday, August 24, 2025

শাহজাদে কো নবাব বাননা হে: রাহুলকে ‘মীর জাফর’-এর সঙ্গে তুলনা সম্বিতের

Date:

লন্ডনের(London) মাটিতে রাহুলের মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি। সংসদে এই ইস্যুতে ঝড় তুলেছে দেশের শাসকদল। নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে রাহুলকে। এহেন পরিস্থিতির মাঝেই এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi) বেলাগাম আক্রমণ শানালেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র(Sambit Patra)। ইতিহাসের বিতর্কিত খলনায়কের সঙ্গে তুলনা টানলেন সোনিয়া তনয়ের। জানালেন, শাহজাদে(রাজপুত্র) নবাব হতে চান। নবাব হওয়ার জন্য মীর জাফর ঠিক যা করেছিলেন, লন্ডনে ঠিক সেটাই করেছেন রাহুল গান্ধী।

সংবাদমাধুয়মকে দেওয়া এক সাক্ষাতকারে রাহুল প্রসঙ্গ উঠতেই সম্বিত পাত্র বলেন, “রাহুলকে ক্ষমা চাইতেই হবে। আমরা ওনাকে ক্ষমা চাইয়েই ছাড়ব। বিদেশের মাটিতে ভারতের অপমান করে কেউ ছাড় পাবে না।” একইসঙ্গে তিনি বলেন, “নবাব হওয়ার জন্য মীর জাফর যা করেছিল এবং রাহুল লন্ডনে যা করেছে দুটো একই কাজ। শাহজাদে(রাজপুত্র) নবাব হতে চান। আজকের মীর জাফরকে ক্ষমা চাইতেই হবে।” আরও যোগ করে রাহুলকে তোপ দেগে সম্বিত বলেন, “ক্ষমা না চেয়ে রাহুল ছাড় পাবেন না। ক্ষমা ওনাকে চাইতেই হবে। আমরা ওনাকে ক্ষমা চাইয়েই ছাড়ব। রাফায়েল মামলায় ক্ষমা চেয়ে শেষ পর্যন্ত রেহাই পেয়েছিলেন রাহুল। এবার সংসদের অন্দরে ক্ষমা চাইতেই হবে রাহুলকে। এবং এটা বলা কোনওভাবেই ভুল হবে না যে রাহুল গান্ধী বর্তমান ভারতীয় রাজনীতিতে মীর জাফর।

উল্লেখ্য, কিছুদিন আগেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের (Cambridge University) একটি অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেন, ভারতে গণতন্ত্র (Democracy) এবং বিরোধীদের ‘কণ্ঠরোধ’ করা হচ্ছে। আর তার জেরেই বিপদের মুখে পড়েছে ভারতের গণতন্ত্র। কংগ্রেস সাংসদ আরও বলেন, বিরোধী নেতাদের বিরুদ্ধে এমন কিছু ঘটনায় মামলা দায়ের হয়, যা আদৌ করা যায় না। আর এমন মন্তব্যের পরই বিদেশে গিয়ে দেশ ও সংসদের অপমান করেছেন রাহুলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। সংসদেও বিষয়টি নিয়ে চরম হই-হট্টগোল চলছে। এদিকে রাহুলের মন্তব্যের পর তাঁর সাংসদ পদ বাতিলের দাবিও তুলছে বিজেপি। তবে কংগ্রেসের (Congress) পক্ষ থেকে জানানো হয়েছে, রাহুল গান্ধী লন্ডনে বলেছিলেন, দুর্বল গণতন্ত্র ভারতের অভ্যন্তরীণ সমস্যা। এর সমাধান আমরা খুঁজব। এই কথাকে স্বাগত জানানো উচিত। এর জন্য ক্ষমা চাওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। যিনি বিদেশে গিয়ে দেশের অপমান করেছেন।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version