Sunday, November 16, 2025

বাধা পেরিয়ে অবশেষে বাজেট পেশ কেজরি সরকারের, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিপুল বরাদ্দ

Date:

কেন্দ্রীয় সরকারের(Central Govt) সঙ্গে প্রশাসনিক লড়াই শেষে অবশেষে বাজেট পেশ করল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) সরকার। ৭৮,৮০০ কোটি টাকার এই বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হল স্বাস্থ্য ও শিক্ষাকে। শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে(Education Sector) বরাদ্দ করা হয়েছে ১৬,০০০ কোটি টাকার বেশি।

বুধবার দিল্লি সরকারের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী কৈলাশ গেহলট(Kailash Gehlot)। যেখানে শিক্ষাক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। কেজরিওয়ালের নতুন বাজেটে ১৬,৫৭৫ কোটি টাকা শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করেছিলেন তিনি। দিল্লির স্কুলগুলিতে(Delhi School) শিক্ষার মান উন্নয়নে মরিয়া কেজরিওয়াল সরকার। বাজেটে সেকরাণেই শিক্ষার খাতে সর্বাধিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। দিল্লির সাড়ে তিনশো স্কুলকে ২০ টি করে কম্পিউটার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। সেই সঙ্গে দিল্লির সব স্কুলের শিক্ষাক, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালরা একটি করে ট্যাবলেট পাবেন সরকারের তরফ থেকে এমনই ঘোষণা করা হয়েছে।

পাশাপাশি পরিবহণ ক্ষেত্রেও বিপুল টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে। সরকারের বাজেটে দিল্লিতে ২৯টি নতুন ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি তিনি গণ নির্মাণ বিভাগের ১৪০০ কিলোমিটার দীর্ঘ সড়ক নেটওয়ার্ক মেরামত এবং ২৬টি নতুন ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের ঘোষণা করেন। অর্থমন্ত্রী কৈলাশ গেহলট বলেন, দিল্লি সরকার দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সহযোগিতায় অনন্য তিনটি ডাবল-ডেকার ফ্লাইওভার তৈরি করবে। এর সঙ্গে তিনি মহল্লা বাস প্রকল্পের ঘোষণা করে বলেছিলেন যে ২০২৩-২৪ সালে ১০০ ই-বাস এবং আগামী দুই বছরে ২১৮০টি বাস চালু করা হবে। তিনি বলেন, ২০২৩ সালের মধ্যে ১৬০০ ই-বাস আনা হবে।

একইসঙ্গে স্বাস্থ্যক্ষেত্রেও বিপুল বরাদ্দ করে কৈলাশ গেহলট বলেন, এখন দিল্লিতে ৪৫০ স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা হবে, যার সংখ্যা আগে ২৫০ ছিল। এই পরীক্ষাগুলি মহল্লা ক্লিনিক, পলি ক্লিনিক এবং হাসপাতালেও করা হবে। দ্রুতগতিতে নয়টি নতুন সরকারি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে চলতি অর্থবছরে চারটি চালু হবে এবং শয্যা সংখ্যা ১৪ হাজার থেকে তিরিশ হাজারে বৃদ্ধি করা হবে। দিল্লিতে এখন স্বাস্থ্য কার্ড ইস্যু করা হচ্ছে, যার মাধ্যমে যেকোনও হাসপাতালে চিকিৎসা করানো যাবে। সরকারি হাসপাতালে অপেক্ষা করতে হলে, দিল্লিবাসীরা বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করতে পারেন। গত বছর এর সুবিধা নিয়েছেন ৫ লাখ মানুষ।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version