Friday, November 7, 2025

বাড়ছে বি*তর্ক , কেন টিকিট কেটে অস্কার নিল ‘নাটু নাটু’ !

Date:

১৪০ কোটির স্বপ্ন পূরণ হয়েছে সোমবার ভোররাতে। ৯৫তম ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (Academy Awards ) হলিউডের ডলবি থিয়েটার থেকে বিশ্বজুড়ে ২০০ জায়গায় লাইভ দেখানো হয়েছে ১২ মার্চ। দেশকে গর্বের অস্কার (Oscar) এনে দিয়েছে দক্ষিণ ভারতীয় সিনেমা (South Indian Movie)। আশা ছিল আগে থেকেই, দীর্ঘ ১৪ বছর পর হল স্বপ্ন পূরণ। ভারতকে অস্কার এনে দিয়েছে ‘নাটু নাটু’(Natu natu)। কিন্তু এই পুরস্কার নিতে গিয়ে পকেট সর্বস্বান্ত করতে হল টিম আরআরআর – কে(RRR)? অন্তত সূত্রের দাবি তো এমনটাই!

অস্কারের ৯৫তম আসরে হাজির বলি হার্টথ্রব দীপিকা(Deepika Padukone), তথ্যচিত্রে সেরার তকমা, অস্কার জয়ে বাঙালি কানেকশন – এই সবকিছুর মধ্যে আলাদা করে নজর ছিল এস এস রাজামৌলির RRR সিনেমা নিয়ে। কারণ শুধু বক্স অফিস নয় এই ছবির গান কাঁপিয়েছে বিভিন্ন উৎসব। অস্কারের মঞ্চেও পারফর্ম করা হল এই গানের দৃশ্যপট। কিন্তু সবশেষে যখন ‘নাটু নাটু’র নাম ঘোষণা হল তখন উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা দেশ। ‘আরআরআর’ সিনেমার এই গান জিতেছে সেরা মৌলিক গানের পুরস্কার। কিন্তু এই সিনেমার পরিচালককে কিনা অস্কার অনুষ্ঠানে প্রবেশের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। কেন?

অস্কার কমিটির নিয়ম মতো অনুষ্ঠানে বিনা মূল্যে প্রবেশের অনুমতি পান অস্কারে মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি এবং তাঁর পরিবারের একজন সদস্য। যেহেতু গানের নমিনেশন ছিল তাই সেই অনুমতি মিলেছিল শুধু সংগীত পরিচালক এম এম কীরাবাণী ও গীতিকার চন্দ্র বোসের। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক এস এস রাজামৌলি ও তাঁর পরিবার। এছাড়া ‘নাটু নাটু’ গানে অভিনয় করেছেন যে জুটি সেই জুনিয়র এনটিআর ও রাম চরণও ছিলেন অনুষ্ঠানে।এরপরই সামনে আসে আসল বিতর্ক। শোনা যায়, টিকিট সংগ্রহ করেই অস্কারের অনুষ্ঠানে প্রবেশ করতে হয়েছে রাজামৌলিসহ অন্যদের। প্রবেশের জন্য টিকিটের মূল্য ছিল প্রায় ২৫ হাজার ডলার। যদিও এরপরেও পিছনের সিটে বসতে হয়েছিল তাঁদের, যা আরেক বিতর্কের জন্ম দিয়েছে।

 

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...
Exit mobile version