Thursday, August 21, 2025

মমতার বিরুদ্ধে লড়তে হলে ঐক্যবদ্ধ হোন: সুকান্তকে ‘ভাঙা ঘর’ গোছানোর নির্দেশ শাহের

Date:

রাজনৈতিক লড়াই নেই, জনসংযোগ নেই, গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। শুধু এজেন্সিকে হাতিয়ার করে লড়াই জেতা যায় না। বাংলায় মমতার(Mamata Banerjee) বিরুদ্ধে লড়তে হলে এভাবে চলবে না ঐক্যবদ্ধ হতে হবে। পুরনো কর্মীদের অভিমান ভুলিয়ে তাদের আহ্বান করতে হবে। রাজ্য বিজেপির হাল দেখে রীতিমতো হতাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) এবার পরামর্শ দিলেন বং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar)।

রাজ্য বিজেপির তরফে বর্তমানে এখানে চলছে বুথ সশক্তিকরণ অভিযান। কতো সংখ্যক বুথে পৌঁছনো সম্ভব হয়েছে রাজ্য নেতৃত্বকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি। কারণ দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। গ্রামের ভোটে ছাপ ফেলতে না পারলে লোকসভাতেও ডুবতে হবে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুকান্তকে সংসদে হঠাৎ ডেকে পাঠিয়েছিলেন শাহ। সেইমতো সাংসদ সৌমিত্র খাঁকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন সুকান্ত। বাংলায় গেরুয়া শিবির যে গোষ্ঠীদ্বন্দ্বে চুড়ান্ত বেহাল তা জানেন কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার সমীকরণও তাদের অজানা নয়। এই পরিস্থিতিতে সংগঠনে জোর দিতে পরামর্শ দেন অমিত শাহ।

সূত্রের খবর, এদিন সুকান্ত-সৌমিত্রকে(Soumitra Khan) শাহ বুঝিয়ে দিয়েছেন এজেন্সি নির্ভর হয়ে রাজনীতি করা যায় না। বাংলায় মমতার বিরুদ্ধে লড়তে হলে এভাবে চলবে না ঐক্যবদ্ধ হতে হবে। যে সমস্যা দলের মধ্যে চলছে অবিলম্বে তা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন শাহ। এছাড়াও পঞ্চায়েত ভোটে সংখ্যালঘু অধ্যুষিত কত সংখ্যক বুথে প্রার্থী দেওয়া সম্ভব। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে তাঁদের মধ্যে কথা হয় বলে সূত্রের খবর। যদিও শাহ বৈঠক নিয়ে সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে কিছু জানাতে চাননি সুকান্ত।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version