Tuesday, December 16, 2025

কন্যার জন্য মন খারাপ, জেলে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত!

Date:

Share post:

গরু পাচার মামলায় তিহারে বন্দি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আর মেয়ে রয়েছেন বীরভূমে। মা-মরা একমাত্র মেয়ে। তাঁর প্রতি অত্যন্ত সহানুভূতিশীল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত। মেয়েকে ছাড়া এক মুহূর্ত থাকেন না তিনি। কলকাতায় (Kolkata) কাজে এলেও রাতে ফিরে যেতে চান বীরভূমে (Birbhum)। সেই মেয়েকে ছেড়ে দীর্ঘদিন! এতদিন অবশ্য ছিলেন বীরভূমের কিছুটা কাছে আসানসোলের (Asansol) সংশোধনাগারে। কিন্তু এবার একেবারে তিহারে। সেখানেই আপাতত জেল হেফাজতে রয়েছেন গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল। এর জন্য মন খারাপ তাঁর। জেল সূত্রে খবর, মেয়ের জন্য হাউ হাউ করে কাঁদছেন অনুব্রত মণ্ডল।

এই একই মামলায় অনুব্রতর সঙ্গে তিহারে জেলবন্দি এনামুল, সায়গল, মণীশ কোঠারি। এঁরা সবাই এক অনুব্রতর সময়কার সহযোগী। সূত্রের খবর, তাঁদের কাছেই কন্যার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে কান্না আটকে রাখতে পারেননি বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। বারবার জানতে চেয়েছেন কারও কাছে কোনও খবর আছে কি না! তাঁর মেয়ে সম্পর্কে জানতে চাইছেন। আইনজীবীর সঙ্গে ঘনঘন পরামর্শ করছেন অনুব্রত কীভাবে জামিন পাওয়া যায়? কীভাবে ফিরে আসা যায় বাংলায়! সেদিকেই মন পড়ে রয়েছে বীরভূমের কেষ্টদার। এদিকে মণীশ কোঠারির গ্রেফতারের পর বারবার দিল্লিতে ইডির হাজিরা এড়াচ্ছেন সুকন্যা মণ্ডল। সুতরাং বাবা-মেয়ের দেখা নেই দীর্ঘদিন। জেলের বিশেষ সূত্র মারফৎ এই খবর মিলেছে। তবে সেই সূত্র যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

এদিন, ইডি আধিকারিকদের প্রশ্নবাণে এতটাই মানসিক চাপ তৈরি হয়েছে যে নিজের জন্মসালই না কি ভুলে গিয়েছেন বীরভূমের নেতা। অনুব্রত মণ্ডলের জন্মতারিখ জানতে চাইলে তিনি বলেন, “এই রে, মনে নেই তো”। পরে অবশ্য যা উত্তর দেন, তা উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন ইডি আধিকারিকরা। অনুব্রত মণ্ডলকে তাঁর জন্ম তারিখ জানতে চাইলে তিনি শুধু বলেন, “চৌঠা অঘ্রাণ।” বাংলায় জন্মতারিখ শুনে ভ্যাবাচ্যাকা ইডি। অনুব্রত মণ্ডলের আধার কার্ড খুঁজে বের করার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। “জন্মসাল মনে আছে?” এর উত্তরে অনুব্রত জবাব দেন, “আমার বয়স ৬৬ বছর। সালটা হিসাব করে নিন।”

আরও পড়ুন- পূর্ব ভারতে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ-মেরামতির উৎকর্ষ কেন্দ্র হবে রাজ্যে

 

spot_img

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...