Sunday, November 9, 2025

নিশীথের কনভয়ে হা.মলার ঘটনায় অভিযুক্ত বিজেপিই, হাই কোর্টে রিপোর্ট জমা জেলা পুলিশের

Date:

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপিই (BJP)। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়েছে কোচবিহারের পুলিশ সুপারের (Coochbehar Police Super) রিপোর্ট (Report)। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে (Division Bench) দীর্ঘক্ষণ এই মামলার শুনানি চলে। তবে মঙ্গলবারই এই মামলার শুনানি শেষ হলেও এই ইস্যুতেই দায়ের হওয়া অপর একটি মামলার একই সঙ্গে শুনানির জন্য বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠিয়ে দেন বলে খবর। আর সেই মামলার শুনানির পরই রায় ঘোষণা করবে আদালত।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলায় জেলা পুলিশের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি দত্তগুপ্তের ডিভিশন বেঞ্চ। আর তারপরই কোচবিহারের পুলিশ সুপার হাই কোর্টে রিপোর্ট জমা দিয়ে জানায়, পুরো ঘটনায় দায়ি বিজেপিই। এর পিছনে তৃণমূল কর্মী সমর্থকদের কোনও হাত নেই। উল্টে তৃণমূল কর্মীদের উপরেই পাল্টা আঘাত করে বিজেপি কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটায় পৌঁছনোর পর কোনও অজ্ঞাত কারণে বুরিহাটের তৃণমূলের পার্টি অফিসের দিকে এগিয়ে যায় কনভয়। আর সেই সময়ই নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের হাতে ছিল হকি স্টিক ও ধারালো অস্ত্র। আর সেগুলিই তৃণমূল কর্মী সমর্থকদের দিকে ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

তবে, হামলার ঘটনায় সিআরপিএফয়ের পক্ষ থেকে সিবিআই তদন্তের আবেদন চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আরেকটি মামলা দায়ের হয়। কিন্ত যেহেতু এই সংক্রান্ত মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি মান্থা।

 

 

 

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version