Wednesday, November 12, 2025

মেলেনি বকেয়া, মোদি-সরকারের ‘ষড়যন্ত্রে’ নয়া অর্থবর্ষেও ১০০দিনের কাজের বরাদ্দ নেই বাংলার

Date:

মোদি সরকারের দ্বিচারিতায় বাংলা বঞ্চিত প্রাপ্য বকেয়া থেকে। বাংলার উপর ২০২১ সালের ডিসেম্বরে মনরেগা আইনের ২৭ নম্বর ধারা আরোপ করেছে কেন্দ্র। ফলে ১০০ দিনের কাজের প্রাপ্য বন্ধ। অথচ কৃষিক্ষেত্রের বাইরে বাংলার গ্রামীণ অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। রয়েছেন এক কোটির বেশি জব কার্ড হোল্ডার (Job Card Holder)। তাও বাংলার সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা মোদি সরকারের? তবে, শুধু এই বছরই নয়, আগামী অর্থবর্ষেও একইভাবে বাংলাকে বঞ্চিত করার ষড়যন্ত্র কেন্দ্রের।

২০২৩-২৪ অর্থবর্ষে এই ২৭ নম্বর ধারা ‘রিভোক’ বা খারিজ করার ‘রাজনৈতিক ছাড়পত্র’ এখনও গ্রামোন্নয়ন মন্ত্রককে দেয়নি মোদি সরকার (Modi Government)। ফলে, নতুন অর্থবর্ষও বরাদ্দ মিলছে না বাংলার। এর জেরে ১০০ দিনের কাজে পর পর দুবছরে মোট ৬২ কোটি শ্রমদিবস তৈরি করা যাচ্ছে না বাংলায়। সারা দেশে শুধুমাত্র বাংলার উপরেই এই আইন করে রেখেছে কেন্দ্র (Central)। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, অন্যান্য সব রাজ্যের আবেদন (বার্ষিক পরিকল্পনার ভিত্তিতে) মতো ২০২৩-২৪ অর্থবর্ষের ১০০ দিনের কাজের বরাদ্দ অনুমোদন করে দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গত ১৩ মার্চ কেন্দ্রের এমপাওয়ার্ড কমিটির বৈঠকে ১০০ দিনের কাজ প্রকল্পের বিষয়টি তুলেছিলেন পঞ্চায়েত দফতরের আধিকারিকরা। তবে কেন্দ্র ২৭ নম্বর ধারার অজুহাতে বিস্তারিত আলোচনা এড়িয়ে যান। এদিকে ১০০ দিনের কাজে অনিয়ম খতিয়ে দেখতে বাংলায় আরও তিনটি কেন্দ্রীয় দল পাঠানো হয়। অদূর ভবিষ্যতেও এই ধারা কেন্দ্র খারিজ করবে না বলেই সূত্রের খবর। যতদিন না এই আইনি জটিলতা মিটছে, ততদিন কেন্দ্র এই প্রকল্পে বাংলাকে দেবে না। ইতিমধ্যে এই ধারা খারিজের জন্য চিঠি দিয়েছে রাজ্য।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version